ভূমি সম্মানে ভূষিত হল বাঁকুড়া। জেলার ভূমি সংক্রান্ত সমস্ত নথি ডিজিটালাইজড করার ক্ষেত্রে ১০০শতাংশ সাফল্যের স্বীকৃতি হিসাবে এই সম্মান। আজ নিউ দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাঁকুড়া জেলা প্রশাসনের পাঠানো সদস্যদের হাতে পুরস্কার ও শংসা পত্র তুলে দেন। এই সম্মান প্রাপ্তিতে জেলা শাসক কে রাধিকা আইয়ার এই কাজে নিয়োজিত সমস্ত কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।
গত বছর কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত ভূমির যাবতীয় তথ্য ডিজিটালাইজড করার সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক সমস্ত জেলাকে এই কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন।
এই কাজে দেশের ৭৫ টি জেলা সফল হয়। সেরা হিসেবে প্লাটিনাম, সোনা ও রূপা এই তিন বিভাগ পুরস্কৃত হয়। সফলতার নিরিখে ৯৯ শতাংশ সফল প্লাটিনাম,৯৫শতাংশ ও তদূর্ধ সোনা এবং ৯০শতাংশ ও তদূর্ধ রূপা নির্ধারিত হয়।
বাঁকুড়া জেলা ১০০শতাংশ সফল হওয়ার নজির সৃষ্টি করে। বাঁকুড়া জেলা ছাড়াও পশ্চিমবঙ্গের হাওড়া, মুর্শিদাবাদ ও নদীয়া প্লাটিনাম ভূষিত হয়।