ভারতীয় সেনার আর্জি মতো ৪০ হাজার বুলেট প্রুফ জ্যাকেট দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সরকারের মতে, ২০২১ সালের মধ্যে পর্যায়ক্রমে এই জ্যাকেট গুলি প্রথমে জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় থাকা সেনাদের দেওয়া হবে। এমএমপিপি প্রাইভেট লিমিটেড কোম্পানিকে ২০২০-র মধ্যে এই জ্যাকেটগুলি তৈরির সময়সীমা দেওয়া হয়েছে।
সেনাকে আধুনিক ও হাল্কা বুলেট প্রুফ জ্যাকেট দেওয়ার জন্য গত বছরই স্বরাষ্ট্রমন্ত্রক ৬৩৯ কোটি টাকা বরাদ্দ করেন। এ প্রসঙ্গে মেজর জেনারেল অনিল ওবেরয় বলেন, প্রথমে ৩৬ হাজার জ্যাকেটের অর্ডার দেওয়া হয়েছিল। কেন্দ্রের অনুমতির পরে আরও ৪ হাজার জ্যাকেটের অর্ডার দেওয়া হয়েছে। এই জ্যাকেটগুলি খুবই আধুনিক মানের শক্ত স্টিল দিয়ে তৈরি। যা গুলিকে প্রতিরোধ করতে সাহায্য করবে। গত বছর ও এ বছর নিয়ে সবমিলিয়ে ১.৮৬ লক্ষ বুলেট প্রুফ জ্যাকেট পাবে সেনা। স্বরাষ্ট্রমন্ত্রকের মতে, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বুলেট প্রুফ জ্যাকেটগুলি ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পকে আরও ত্বরান্বিত করবে এবং সেনা বাহিনীর আত্মবিশ্বাস বাড়াবে।