বিশ্বের আর্থিক মন্দার জেরে ভারতীয় অর্থনীতিও ভেঙে পড়েছে। এই অবস্থায় বিনিয়োগ টানতে ও বেকারত্বের সমস্যা সমাধানের জন্য কিছুদিন আগে কর্পোরেট কর কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। এবার কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করল আইএমএফ (International Monetary Fund)।
আইএমএফের এশিয়া বিভাগের ডিরেক্টর বলেন, ভারতে কর্পোরেট কর কমানোর সিদ্ধান্ত খুবই উল্লেখযোগ্য। এর ফলে আর্থিক বৃদ্ধি হবে। তবর তা ধীর গতিতে। কারণ এই সিদ্ধান্তের ফলাফল একটি দীর্ঘ প্রক্রিয়ার পর পাওয়া যাবে। তিনি আরও বলেন, এ বছর ভারতের জিডিপির বৃদ্ধি ৬.১ শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে ২০২০ সালে এই বৃদ্ধি ৭ শতাংশে পৌঁছাবে। তবে ভারত সরকারকে নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সেক্টরগুলির সমস্যা সমাধান করতে হবে।