পঞ্চায়েত ভোট শেষ হলেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না বিজেপি প্রার্থীদের। পাঁশকুড়া ব্লকের কেশাপাট অঞ্চল এবং মাইসোরা অঞ্চলে জয়লাভ করে বিজেপি। আর তারপরেই এবার গুরুতর অভিযোগ পঞ্চায়েতের জয়ী প্রার্থীদের। ভোট গণনা শেষ হতেই তৃণমূলের কাছ থেকে প্রলোভন আসছে দলে যোগদান করলেই মিলবে লক্ষ টাকা বলে অভিযোগ। আর তার মধ্যস্থতা করছেন বিজেপির জেলা সভাপতি তপন ব্যানার্জি, জেলা কোষাধ্যক্ষ জগদীশ প্রামাণিক ও জেলা নেতৃত্বরা। এমনই গুরুতর অভিযোগ করেন বিজেপির জয়ী প্রার্থীরা।
ছবি: বিজেপির জেলা সভাপতি
এমনকি তৃণমূলে যোগদান করলে মিলবে প্রধান ও উপপ্রধানের সিট এমন প্রলোভনও তাদের দেখানো হচ্ছে। তাই বাধ্য হয়ে তারা নিজেদের দল বাঁচাতে ও অঞ্চল গড়ার লক্ষ্যে বাড়ি ছেড়ে ভিন রাজ্যে ঠাঁই নিয়েছেন। কারণ তারা মনে করছেন বাড়ি গেলেই তাদের ওপর জোর করে, চাপ দিয়ে, ভয় দেখিয়ে তৃণমূলে জোগদান করানো হবে। এবং তৃণমূল অঞ্চল গঠন করবে। তাই দুই অঞ্চলের মোট ২২ জন জেতা প্রাথী ইতিমধ্যে ভিনরাজ্যে আশ্রয় নিয়েছেন। জেলা সভাপতি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে গভীর ষড়যন্ত্রের কথা জানিয়েছেন।