একদল অজ্ঞাতপরিচয় আততায়ীর হাতে খুন হিন্দু সমাজ পার্টির নেতা কমলেশ তিওয়ারি। লখনউতে শুক্রবার খুন করা হয়েছে তাঁকে। গলা কেটে খুন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওই নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
লখনউয়ের খুরশিদ বাগে হিন্দু সমাজ পার্টির অফিসের কাছে ওই ঘটনা ঘটে। জানা গিয়েচে এদিন ওই আততায়ীরা ভিন্ন পরিচয় দিয়ে হিন্দু সমাজ পার্টির অফিসে ঢুকে পড়ে। তাদেরকে চাও খেতে দেওয়া হয়।
চা খাওয়ার পরই তারা ধারাল অস্ত্র নিয়ে আক্রমণ করে।
পুলিশ জানিয়েছে ধারাল অস্ত্রের কোপেই খুন করা হয়েছে তিওয়ারিকে। ঘটনাস্থল থেকে দেশে তৈরি পিস্তল ও কার্তুজও উদ্ধার করেছে পুলিশ।
তাঁকে কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ২০১৭-তে হিন্দু সমাজ পার্টি প্রতিষ্ঠার আগে হিন্দু মহাসভার সভাপতি ছিলেন কমলেশ তিওয়ারি।
সূত্রের খবর, গেরুয়া পোশাকে হাতে মিষ্টির বাক্স নিয়ে তিওয়ারির বাড়িতে আসে দুষ্কৃতীরা। ওই বাক্সেই লুকানো ছিল বন্দুক। তিওয়ারি সামনে আসতেই বন্দুক থেকে গুলি চালানো হয়। নেতার পরিচিত কেউই হামলা চালিয়েছে বলে মনে করছে পুলিশ।
অযোধ্যা জমি বিতর্কে মধ্যেই খবরে ছিলেন তিওয়ারি। এছাড়াও হজরত মহম্মদকে নিয়ে মন্তব্যের জেরেও বিতর্কি জড়িয়ে ছিলেন তিনি।