পঞ্চায়েত ভোটে হেরে যাওয়ার পরেই তৃণমূলের জরিমানার মুখে পড়তে হলো বিজেপির প্রার্থীকে। টাকা না দিলে বাড়ি ভাঙ্গচুর ও মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। কোচবিহারের দিনহাটার এই ঘটনা। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিককে সমস্ত ঘটনা জানতে গিয়ে পায়ে লুটিয়ে পড়েন পরাজিত মহিলা বিজেপি প্রার্থী।
দিনহাটার গোসানিমারি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী হয়েছিলেন বিউটি বালা দাস। তিনি জানান, মেয়ের বিয়ের জন্য কষ্ট করে জমানো ২ লক্ষ টাকা খরচ করে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি কিন্তু জিততে পারেননি। ভোটের ফল ঘোষণা হওয়ার পর পরাজিত বিউটি বালা দাসকে ভোটে দাঁড়ানোর অপরাধ হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন স্থানীয় তৃণমূল কর্মীরা। একই সঙ্গে হুমকিও দেওয়া হয়েছে, টাকা না দিলে বাড়িতে ভাঙ্গচুর করে তাঁর মেয়েকেও তুলে নিয়ে যাওয়া হবে।
খবর পেয়ে দিনহাটায় ওই প্রার্থীদের সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তখনই মন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়েন বিজেপি প্রার্থী বিউটি বালা দাস। তিনি বলেন, মন্ত্রী যদি পাশে না দাঁড়ান তাহলে আত্মহত্যা করা ছাড়া তাঁর কোনও উপায় থাকবে না। মন্ত্রীর পা ধরে তিনি বলতে থাকেন, “দাদা আমি আর বাড়িতে ফিরতে পারব না। আমার বাড়িতে ভাঙ্গচুর চলবে।” নিশীথ প্রামানিক দলের কর্মীদের ওই প্রার্থীর নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।