প্রথমে জয়ী ঘোষণা করা হয়েছিল কিন্তু তারপর সেটা হঠাৎ করে বদলে দিয়ে বিজেপি প্রার্থীদের পরাজিত ঘোষণা করা হয়েছে। তাই প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, বালুরঘাটের বিডিও তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন।
বালুরঘাটের সাংসদ জানান, বিজেপির জয়ী প্রার্থীদের সই ছাড়া শংসাপত্র দেওয়া হচ্ছে। বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ২২ টি আসনের মধ্যে বিজেপি ১৫ ও তৃণমূল ৭টি আসনে জয়ী হয়েছে বলে ঘোষণা করা হয়। কিন্তু পরে দেখা যায়, তৃণমূল ও বিজেপিকে টাই করে দেওয়া হয়েছে। ফলে জেলা প্রশাসন ও তৃণমূলের দুর্নীতির প্রতিবাদে এদিন বিকেলে বালুরঘাটে ডিএম অফিসের সামনে বিক্ষোভ দেখান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরে এই নিয়ে জেলারশাসকের সঙ্গেও দেখা করেন তিনি।
জানা গিয়েছে, ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ১৯ নম্বর ও ১২ নম্বর পাটের দুই প্রার্থী মুক্তি মার্ডি ও স্বপ্না পাহানকে প্রথমে জয়ী ঘোষণা করা হয়। কিন্তু তাদেরকে পরে আবার পরাজিত বলে জানানো হয়। গণনা কেন্দ্রে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। ব্যালটেও সইয়ে গরমিল রয়েছে বলে অভিযোগ করেছেন প্রার্থীরা। বিক্ষোভ দেখানোর পর দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার কথা বলা হয়েছে।