রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্ঘ প্রধান মোহন ভাগবত মাত্র কয়েকদিন আগেই এসেছিলেন উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়ায়৷
সেখানেই মাত্র কয়েক দিনের ব্যাবধানে প্রতি বছরের ন্যায় এই বছরেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রাথমিক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো তাঁতিবেড়িয়ায়৷
এই প্রশিক্ষণ বর্গে হুগলি বিভাগ অর্থাৎ হাওড়া ও হুগলি জেলার ৩০১ জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করলেন৷
এই বর্গ শুরু হয়েছিল গত ১০ই অক্টোবর, বিগত ৭ দিন প্রশিক্ষণের পর আজ ১৮ই অক্টোবর এই বর্গের সমারোপ কার্যক্রম অনুষ্ঠিত হলো বিভিন্ন শারীরিক ও বৌদ্ধিক প্রদর্শনের মাধ্যমে৷
উপস্থিত ছিলেন প্রধান অথিতি ডঃ মৃত্যুঞ্জয় খাঁড়া, দক্ষিণবঙ্গের সদভাবনা প্রমুখ শ্রী সনাতন মাহাতো ও হুগলি বিভাগের বিভাগ প্রচারক শ্রী আশীষ মন্ডল মহাশয়৷
এই বর্গে বিদ্যালয়ে এবং কলেজের ছাত্র, ব্যাবসায়ী ও কৃষক শ্রেণীর মানুষজন অংশগ্রহণ করেছিলেন৷
সঙ্ঘের এক কর্যকর্তা বলেন ‘আমাদের মূল উদ্দেশ্য এই বর্গের মাধ্যমে সমস্ত শিক্ষার্থীর মধ্যে ভারতীয় সংস্কৃতি ও হিন্দুত্ব সম্পর্কে জানানো ও সচেতন করা৷ এই নতুন স্বয়ংসেবক নির্মাণের মাধ্যমে প্রতিটা ব্লকে ব্লকে সঙ্ঘের শাখার দ্বারা সঙ্ঘকাজ সম্প্রসারিত করা৷’