গণনা ঘিরে তপ্ত বিভিন্ন জেলা, বিরোধী এজেন্টদের মারধর, বোমাবাজির অভিযোগ

ভোটগণনার দিনও জেলায় জেলায় অশান্তি। মঙ্গলবার মুর্শিদাবাদের শমসেরগঞ্জে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে বোমাবাজির অভিযোগ। দু’জন জখম হয়েছেন বলে দাবি। হরিহরপাড়া থানা এলাকায় তৃণমূলের প্রার্থী এবং তাঁর স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার আমডাঙায় দুই সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। বীরভূমের নানুরে গণনাকেন্দ্রে যেতে সিপিএম কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার শাসকদলের। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করেছে সিপিএম। অভিযোগ অস্বীকার তৃণমূলের। গণনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে হাওড়া এবং হুগলি জেলাতেও। ভোট ঘিরে প্রাণহানি, রক্তপাত, সংঘর্ষ, বোমাবাজি হয়েছে রাজ্যের কয়েকটি জেলায়। ভোটের দিনের সংঘর্ষে রাজ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের। ভোট পর্বে মোট ৪১ জনের মৃত্যু হয়েছে।

প্রথমে গ্রাম পঞ্চায়েত, তার পর পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসনে গণনা হবে। রাজ্যে মোট পঞ্চায়েত আসন- ৬৩,২২৯। পঞ্চায়েত সমিতির আসন- ৯,৭৩০। জেলা পরিষদ আসন- ৯২৮। তবে ৯১২টি আসনে গণনা হবে। কারণ ১৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। গ্রাম পঞ্চায়েতে ৬৩ হাজার ২২৯ আসনের মধ্যে আট হাজার দু’টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা। এর মধ্যে তৃণমূল জিতেছে ৭,৯৪৪টি আসনে। দু’টি আসনে জয়ী বিজেপি। তিনটি আসনে জয়ী সিপিএম। অন্য প্রার্থীরা জয়ী ৫৩টি আসনে। পঞ্চায়েত সমিতিতে ৯,৭৩০ আসনের মধ্যে ৯৯১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এর মধ্যে তৃণমূল জিতেছে ৯৮১টি আসনে। অন্যরা জিতেছে ১০টি আসনে।

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ১০:৫৯ key status

হাওড়ার সাঁকরাইলে পুলিশের লাঠিচার্জ

গণনা ঘিরে উত্তেজনা ছড়াল হাওড়ার সাঁকরাইলে। গণনাকেন্দ্রে সিপিএম, বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এই নিয়ে তৃণমূলের সঙ্গে তাঁদের বচসা বাধে। শাসক, বিরোধী— দু’পক্ষের এজেন্টরাই গেট ভেঙে ঢোকার চেষ্টা শুরু করেন। বাধা দেয় পুলিশ। পরিস্থিতি সামলাতে লাঠি চালায় পুলিশ। 

photo of Panchayat election

timer শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ১০:২৭ key status

জাতীয় সড়ক অবরোধ

ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজের গণনাকেন্দ্রে বোমাবাজির অভিযোগ। প্রতিবাদে  ১৭৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সিপিএম, কংগ্রেস, আইএসএফ। পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

photo of Panchayat election

timer শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ১০:২৩ key status

বারুইপুরে বিরোধী এজেন্টদের ‘মারধর’

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর গণনাকেন্দ্রে উত্তেজনা ছড়াল। সিপিএম-সহ বিরোধী এজেন্টদের মারধর করে গণনাকেন্দ্রের বাইরে বার করে দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে৷ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই মারধর করা হয় বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

timer শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ১০:২০ key status

অসুস্থ বিজেপির এজেন্ট

গণনাকেন্দ্রে বিজেপির এজেন্টকে হেনস্থার অভিযোগ উঠেছে। যার জেরে তিনি অসুস্থ হয়ে পড়লেন। ঘটনাটি বর্ধমান ১ নম্বর ব্লকের। বাঘাড় ১ নম্বর পঞ্চায়েতের নির্বাচনী এজেন্ট ছিলেন তিনি। তাঁকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। 

timer শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ১০:১৭ key status

কাটোয়া থানার সামনে বিজেপির ধর্না

কাটোয়া ১ নম্বর ব্লকে গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির এজেন্টরা। প্রতিবাদে কাটোয়া থানার সামনে ধর্নায় বিজেপি কর্মীরা। 

timer শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ১০:০৯ key status

বিজেপির এজেন্টদের মারধরের অভিযোগ

হুগলির ধনেখালিতে গণনাকেন্দ্রে উত্তেজনা। বিজেপি এজেন্টদের মারধর করে গণনাকেন্দ্র থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।এই ঘটনার প্রতিবাদে দশঘড়া -চুঁচুড়া রোডের কিষান মান্ডির সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি।

photo of Panchayat election

timer শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ০৯:৫১ key status

মুর্শিদাবাদে বোমাবাজি

ভোটগণনার দিন মুর্শিদাবাদের শমসেরগঞ্জে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে বোমাবাজি। জখম হয়েছেন দুই জন। 

timer শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ০৯:৪৫ key status

ভাঙড়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস

দিল্লি থেকে ফিরেই গণনার দিন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার ভাঙড়ের কাঁঠালিয়া হাইস্কুলে গণনাকেন্দ্রে যান রাজ্যপাল। ভোটপর্বে অশান্তির ঘটনায় ভাঙড় পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল। ভোটের দিনও বিভিন্ন এলাকায় গিয়েছিলেন রাজ্যপাল বোস। গণনার দিনও এলাকা পরিদর্শনে গেলেন তিনি। 

photo of C V Ananda Bose

timer শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ০৯:৩৯ key status

বাঙ্কার বানিয়ে পাহারায় কেন্দ্রীয় বাহিনী

হুগলি জেলার ১৮টি গণনাকেন্দ্রের ভিতরে এবং বাইরে কড়া নিরাপত্তা। রীতিমতো বাঙ্কার বানিয়ে পাহারায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

photo of Panchayat election

timer শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ০৯:৩১ key status

হুগলির জাঙ্গিপাড়ায় উত্তেজনা

হুগলির জাঙ্গিপাড়ায় ডিএন হাইস্কুলের গণনাকেন্দ্র থেকে সিপিএম এবং আইএসএফের এজেন্টদের মারধর করে বার করে দেওয়ার অভিযোগ উঠল। গাড়ি ভাঙচুরেরও অভিযোগ করা হয়েছে। ফুরফুরা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা জেলা পরিষদের প্রার্থী শামিম আহমেদের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। 

photo of Panchayat election

timer শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ০৯:২৪ key status

হাওড়ার বাগনানে উত্তেজনা

হাওড়ার বিভিন্ন এলাকায় গণনাকেন্দ্রে সিপিএমের এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল। তাঁদের মারধর করারও অভিযোগ উঠেছে। সিপিএমের জেলা সম্পাদক দিলীপ ঘোষের অভিযোগ, শাসকদল এবং প্রশাসন একসঙ্গে এই কাজ করছে। বাগনান, জগদীশপুর, আমতার বিভিন্ন এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে। বাগনানে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। থানার সামনে অবস্থান বামেদের।

photo of Panchayat election

timer শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ০৯:২০ key status

কাটোয়ায় সিপিএম কর্মীকে ‘মারধর’

পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের গণনাকেন্দ্রে সিপিএম এবং বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। সিপিএমের কর্মী-সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ। সিপিএমের এক জন সমর্থক এবং গাড়ির চালক শ্রীখণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। সিপিএম কর্মীদের অভিযোগ, তাঁরা যখন গণনাকেন্দ্রে যাচ্ছিলেন, সেই সময় তৃণমূলের লোকেরা তাঁদের গাড়ি থামিয়ে মারধর করেন, গাড়ি ভাঙচুর করা হয়। অন্য দিকে, কাটোয়া বিআইটি কলেজে ১ নম্বর ব্লকের গণনা কেন্দ্রে বিজেপির এজেন্ট এবং কর্মীদের ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। বর্ধমান এক নম্বর ব্লকের বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের গণনাকেন্দ্রে সিপিএম, বিজেপি প্রার্থী এবং এজেন্টদের বার করে দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

timer শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ০৯:১৬ key status

সিপিএম প্রার্থীর পা ভেঙে দেওয়ার অভিযোগ

পূর্ব বর্ধমানের গলসি এক নম্বর ব্লকের বুদবুদে ভোট গণনা কেন্দ্রে ঢুকতে সিপিএম প্রার্থীকে বাধা দেওয়ার অভিযোগ। সিপিএম প্রার্থী তরুণ পদ বাগদির পা ভেঙে দেওয়ার অভিযোগ। তিনি গলসি এক নম্বর ব্লকের পারাজ গ্রাম পঞ্চায়েতের রানাডি গ্রামের ১৭৪ নম্বর বুথের প্রার্থী। অন্য দিকে, শিড়রাই গ্রাম পঞ্চায়েতের পুরাতন গ্রামের কংগ্রেস সমর্থক কাজল মুন্সিকে মারধর করে পা ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।  গলসি এক নম্বর ব্লকের পূর্ব বর্ধমান জেলা পরিষদের ৬৫ নম্বর আসনের  প্রার্থী জয়শ্রী বিষ্ণুকে পুলিশের সামনেই মেরে গণনাকেন্দ্র থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।  স্ট্রংরুম থেকে তাঁর ব্যাগ এবং পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। 

timer শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ০৯:০৫ key status

আমডাঙায় ‘অপহৃত’ দুই সিপিএম প্রার্থী

গণনাকেন্দ্রের সামনে থেকে দুই সিপিএম প্রার্থীকে অপহরণ করার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার আমডাঙায়। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এক সিপিএম প্রার্থীর নাম বিশ্বজিৎ সামন্ত। তিনি সন্তোষপুর ১৩৯ নম্বর বুথের প্রার্থী। অন্য সিপিএম প্রার্থীর নাম মহম্মদ কুতুবউদ্দিন। তিনি চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের ৫৭ নম্বর বুথের প্রার্থী। পরে কুতুবউদ্দিনকে উদ্ধার করা হয়েছে। 

timer শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ০৮:৫৯ key status

ডিজে বক্স বাজিয়ে তৃণমূল কর্মীদের নাচ

ভোটগণনা শুরু হতেই গণনাকেন্দ্রের সামনে ডিজে বক্স বাজিয়ে নাচ তৃণমূলের কর্মীদের। বীরভূমে নানুর হাইস্কুলের সামনে মঙ্গলবার সকালে এই ছবি ধরা পড়ল। গণনার দিন বীরভূমের নানুরেই অশান্তির অভিযোগ উঠেছে। আর সেই নানুরেই এ বার অন্য ছবি ধরা পড়ল। শেষ পর্যন্ত গ্রামবাংলার দখল কার হাতে থাকবে, সে দিকেই তাকিয়ে সকলে। 

photo of Panchayat election

timer শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ০৮:৪৯ key status

মুর্শিদাবাদে ‘আক্রান্ত’ তৃণমূলের প্রার্থী

ভোটের দিন উত্তেজনা ছড়িয়েছিল মুর্শিদাবাদে। গণনার দিনও উত্তেজনা ছড়াল এই জেলায়। তৃণমূল প্রার্থী এবং তাঁর স্বামীকে মারধরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। তাঁদের গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। হরিহরপাড়া থানার বিহারিয়া অঞ্চলের গোবিন্দপুর এলাকার ঘটনা। ঘটনাস্থলে গিয়ে তৃণমূল প্রার্থীকে উদ্ধার করে পুলিশ। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। 

timer শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ০৮:৩২ key status

কেশপুরে উত্তেজনা

পশ্চিম মেদিনীপুরের কেশপুরে গণনাকেন্দ্রে যেতে বিরোধী প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। প্রতিবাদে মেদিনীপুরে জেলাশাসকের দফতরে ধর্না কর্মসূচি বিজেপির। 

timer শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ০৮:১৭ key status

ডায়মন্ড হারবারে বোমাবাজির অভিযোগ

গণনার শুরুতেই উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। ফকির চাঁদ কলেজে সিপিএমের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বোমাবাজি করা হচ্ছে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ সিপিএমের।

photo of Panchayat election results

timer শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ০৮:০৫ key status

গণনার দিনও অশান্তি

ভোটগণনার সকালেও অশান্তির ঘটনা ঘটল। মঙ্গলবার সকালে বীরভূমের নানুরে গণনাকেন্দ্রে যেতে সিপিএম কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ। প্রতিবাদে কীর্ণাহার বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ সিপিএম কর্মীদের। যদিও অভিযোগ অস্বীকার শাসকদলের। 

timer শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ০৮:০১ key status

শুরু হল ভোটগণনা

২২টি জেলার ৩৩৯টি কেন্দ্রে শুরু হল ভোটগণনা। প্রথমে গ্রাম পঞ্চায়েত, তার পর পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসনে গণনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.