বাঁকুড়া জেলার ৮টি বুথে আজ হলো পুনঃনির্বাচন। কোথাও কোনও গন্ডগোলের খবর পাওয়া যায়নি। ভোট গ্রহণ অবাধ ও শান্তিপূর্ণ ভাবেই হয়েছে। জেলা প্রশাসনের দেওয়া তথ্যে জানাগেছে, বেলা এগারোটা পর্যন্ত প্রায় ২১ শতাংশ ভোট পড়েছে।
পঞ্চায়েত ভোটের দিন জেলার বিভিন্ন স্হানে বুথ জ্যাম, ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে বাধা, ব্যালট ছিনতাই সহ নানা ঘটনা ঘটে।কোথাও ভোট বন্ধ হয়ে যায়, কোথাও ভোটাররা ভোট দিতেই পারেননি। গতকাল রাতেই জেলা নির্বাচন কমিশন জেলায় ৮ টি ভোট গ্রহণ কেন্দ্রে পুনর্নির্বাচনের ঘোষণা করেন। রাইপুরের হিজলি প্রাইমারি স্কুল, বড়জোড়ার পাঁচটি বুথ যথাক্রমে ফুলবেড়িয়া স্কুলের একটি বুথে, সারেঙ্গা প্রাইমারি স্কুলের একটি বুথে, মুক্তাতোড় হাইস্কুলের একটি বুথে, জগন্নাথপুর বেসিক স্কুলের দুটি বুথে এবং গঙ্গাজলঘাঁটির বড়লালপুর প্রাথমিক বিদ্যালয়ের একটি বুথে ও বালিজোড়া প্রাথমিক বিদ্যালয়ের একটি বুথে ফের ভোট গ্রহণ করা হয়।
সব বুথেই কড়া নিরাপত্তা ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। বুথগুলিতে ছিল ভোটারদের লম্বা লাইন।
একদিনের ব্যবধানে দুবার ভোট দেওয়ায় বিরল ঘটনার সাক্ষী এইসব ভোটারদের আলাদা উৎসাহ লক্ষ্য করা যায়। এদিন ভোটগ্ৰহণ কেন্দ্রের কোথাও কোনও রাজনৈতিক দলের ক্যাম্প দেখা যায়নি। দেখা মেলেনি দলীয় নেতা কর্মীদেরও।