বেলুড় মঠে পালন হচ্ছে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি। আজই শেষ হবে এই জন্মতিথি পালন উৎসব। এবছর শ্রীরামকৃষ্ণের ১৮৪তম জন্মতিথি ছিল। আজ সকাল থেকেই বেলুড় মঠে উপচে পড়ছে ভক্তদের ঢল। তাঁরা সকলেই এসেছেন ঠাকুরের এই জন্মতিথিতে ঠাকুরকে শ্রদ্ধা জানাতে।
সকাল থেকেই বেলুড় মঠে আজ চলবে নানা রকম অনুষ্ঠান। ভোরবেলা মঙ্গল আরতি দিয়েই শুরু হয়েছে পুজো। আজ সারা দিন চলবে পুজো। সন্ধ্যায় আরতি করে তবেই শেষ হবে উৎসব। তবে এবছর নিজেদের শতাব্দীপ্রাচীন প্রথা ভাঙল বেলুড় মঠ। প্রত্যেকবারের মতো পোড়ানো হবে না আতসবাজি। দূষণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সে যাই হোক আজ জমজমাট বেলুড় মঠ।