ছাপ্পা ভোটের ছবি তুলতে ও সংবাদ সংগ্ৰহ করতে গিয়ে আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। চার সাংবাদিককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।গতকাল বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ের ভট্টপাড়া বুথের এই ঘটনায় উদ্বিগ্ন জেলার সাংবাদিকরা। বাঁকুড়া জেলা জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে এই ঘটনার পূর্ণ তদন্ত ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
গতকাল ভোট চলাকালীন বাঁকুড়া জেলার বেলিয়াতোড় থানার ভট্টপাড়া বুথে ভোটকর্মীদের সরিয়ে রেখে অবাধে ছাপ্পা ভোট দিতে থাকে কয়েকজন দুষ্কৃতী।ঘটনার খবর পেয়ে জেলার চার সাংবাদিক উপস্থিত হলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। সেই ছবি তুলতে গেলে স্হানীয় তৃণমূল নেতা সহ একদল কর্মী সাংবাদিকদের ঘিরে ধরে মোবাইল কেড়ে নেয়, বুম ও স্টিকার ছুড়ে ফেলে। তারপর চলে কিল চড় ঘুসি মারধর।আহত চার সাংবাদিক প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে বেলিয়াতোড় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য আশ্রয় নেন। এই ঘটনায় উদ্বিগ্ন জেলার সাংবাদিকরা। তারা নিরাপত্তা হীনতায় ভুগছেন।
বাঁকুড়া জেলা জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জার্নালিস্ট ক্লাবের সম্পাদক অলোক সেন জানান, বিষয়টি পুলিশ
সুপারকে জানানো হয়েছে।ঘটনায় জড়িতদের
দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানানো হয়েছে।