অ্যাশেজের তৃতীয় টেস্ট জেতার সুযোগ রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দু’দলেরই। চতুর্থ দিনে ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে লড়াই অস্ট্রেলিয়ার বোলারদের।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ১৯:১০
অর্ধশতরান হ্যারি ব্রুকের
৬৭ বলে অর্ধশতরান করলেন হ্যারি ব্রুক। ইংল্যাান্ডের ইনিংসকে টানছেন তিনি। তাঁর ব্যাটেই ভরসা দেখছেন সমর্থকেরা।
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ১৮:৪৯
আউট জনি বেয়ারস্টো
ঘরের মাঠে রান পেলেন না বেয়ারস্টো। মিচেল স্টার্কে বলে বোল্ড হয়ে ফিরলেন তিনি। ৫ রান করেছেন বেয়ারস্টো। ৬ উইকেট পড়ে গিয়েছে ইংল্যান্ডের। মধ্যাহ্নভোজের বিরতির পরে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছে ইংল্যান্ড।
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ১৮:৩৭
আউট বেন স্টোকস
চার বছর আগে করেছিলেন। কিন্তু এ বার আর হেডিংলেতে দলকে জিতিয়ে ফিরতে পারলেন না বেন স্টোকস। মিচেল স্টার্কের বলে খোঁচা মেরে ১৩ রানের মাথায় আউট হলেন ইংল্যান্ডের অধিনায়ক।
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ১৭:৪৮
মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ১৫৩
হ্যারি ব্রুক ৪০ ও বেন স্টোকস ৭ রান করে ব্যাট করছেন। জিততে এখনও ৯৮ রান করতে হবে ইংল্যান্ডকে।
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ১৭:৩১
আউট জো রুট
ভাল খেলছিলেন জো রুট। হ্যারি ব্রুকের সঙ্গে মিলে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির আগে প্যাট কামিন্সের বলে আউট হলেন রুট। বল রুটের গ্লাভসে লেগে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারের কাছে যায়। ক্যাচ ফস্কাননি ক্যারে। ২১ রান করে আউট রুট।
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ১৬:৪৮
আউট জ্যাক ক্রলি
ভাল খেলছিলেন ইংল্যান্ডের ওপেনার। ৪৪ রানের মাথায় মিচেল মার্শের একটি বাইরের দিকে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জ্যাক ক্রলি। তৃতীয় উইকেট হারাল ইংল্যান্ড।
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ১৬:১৫
আউট মইন আলি
মইন আলিকে তিন নম্বরে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। কিন্তু রান করতে পারেননি তিনি। ৫ রানের মাথায় মিচেল স্টার্কের একটি ভিতরের দিকে ঢুকে আসা বল বুঝতে না পেরে বোল্ড হন তিনি। দ্বিতীয় উইকেট হারাল ইংল্যান্ড।
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ১৫:৫১
আউট বেন ডাকেট
চতুর্থ দিনের প্রথম উইকেট তুলে নিলেন মিচেল স্টার্ক। তাঁর বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন ইংরেজ ওপেনার বেন ডাকেট। ২৩ রান করেছেন তিনি।
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ১৫:৪০
ক্রিজে ইংল্যান্ডের দুই ওপেনার
জ্যাক ক্রলি ও বেন ডাকেট ব্যাট করছেন। ক্রলি ১৬ ও ডাকেট ২১ রান করে খেলছেন। দুই ক্রিকেটারকে আউট করার সব রকম চেষ্টা করছেন অস্ট্রেলিয়ার বোলারেরা।
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ১৫:৩০
চতুর্থ দিনের খেলা শুরু
হেডিংলেতে শুরু হল চতুর্থ দিনের খেলা।