পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় একের পর হিংসাত্মক ঘটনার খবর পাওয়া গেছে। ছাপ্পা ভোট, ব্যালট লুট, বোমাবাজি, গুলি কিছুই বাদ যায়নি। কোচবিহার, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলা মিলিয়ে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বেলাগাম এই হিংসার ঘটনা ভোট ঘোষণা থেকেই শুরু হয়েছিল। এই সবকিছুর জন্য রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বিরোধী দলের নেতারা। এবার রক্তস্নাত ভোটের পরেও মুখ না খোলায় বিজেপি নেতা অভিনেতা রুদ্রনীল ঘোষ রাজীব সিনহার একটি ব্যঙ্গচিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন।
নিজের ফেসবুকের দেওয়ালেই নির্বাচন কমিশনার রাজীব সিনহার ব্যঙ্গচিত্রটি পোস্ট করেন রুদ্রনীল। তাতে দেখা যাচ্ছে রাজীব সিনহার মাথায় একটি নীল সাদা হাওয়াই চপ্পল। যে ধরণের চপ্পল মুখ্যমন্ত্রীকে পরতে দেখা যায়। ছবিতে রাজীব সিনহার মুখে হাসি। ছবির ভিতরে লেখা খুশি। পোস্টের ক্যাপশনে নির্বাচন কমিশনারকে ষড়যন্ত্রের সেনাপতি বলে সম্বোধন করেছেন। ছবিতে রুদ্রনীল লিখেছেন, ম্যাডাম পেরেছি? হচ্ছে?
সরাসরি না বলে বিজেপি নেতা রুদ্রনীল রাজীব সিনহাকে প্রকারান্তরে তৃণমূলের দলদাস বলে দাগিয়ে দিয়েছেন। রাজ্যজুড়ে ভোটের সন্ত্রাসের মধ্যেও আশ্চর্যজনকভাবে চুপ রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। ভোটের অশান্তিতে ১৩ জনের মৃত্যুর খবর এলেও কমিশনের কাছে সেই সংখ্যাটা তিন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যখন বোমাবাজি, গুলি চলার খবর আসছিল তখন মাত্র এক কিলোমিটার দূরে বাড়ি থেকে কমিশনের অফিস আসতে কমিশনারের ভোট গ্রহণ শুরুর পর তিন ঘন্টা সময় লেগেছিল। এরপর অফিসে ঢোকার সময় তাকে প্রশ্ন করা হলে তিনি একটি কথাও না বলে অফিসের ভেতরে ঢুকে যান। এই সব কারণেই তাকে নিশানা করেছেন পদ্ম শিবিরের নেতা রুদ্রনীল।
এর আগে শুভেন্দু অধিকারীও তোপ দেগেছেন রাজীব সিনহার উদ্দেশ্যে। নির্বাচন কমিশনারকে ফোন করে রনং দেহি মূর্তিতে তিনি প্রশ্ন করেছেন তিনি কমিশনের অফিসে আসছেন। একটা বিহিত করে ছাড়বেন। অন্যদিকে এখনো পর্যন্ত হওয়া যাবতীয় হত্যার দায় তাকেই নিতে হবে বলে জানিয়ে রাজীব সিনহার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী।