শনিবার ভোটের বলি ১৩, গুলিবিদ্ধ অন্তত ২৪, বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৬৬.২৮ শতাংশ

পঞ্চায়েত ভোটের দিন রাজ্যে নিহত ১২ জন। মুর্শিদাবাদে দুই তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। নিহত এক কংগ্রেস এবং সিপিএম কর্মীও। জেলার বিভিন্ন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল, কংগ্রেস এবং সিপিএমের কর্মীরা। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে নিহত তৃণমূল কর্মী। কোচবিহারের ফলিমারি গ্রাম পঞ্চায়েতে ভোটেরহাট ৪/৩৮ নম্বর বুথে বিজেপির এজেন্টকে খুনের অভিযোগ উঠেছে। দিনহাটায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে বিজেপি কর্মীর। মালদহের মানিকচকে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। ইংরেজবাজারে বোমাবাজিতে নিহত তৃণমূল প্রার্থীর শাশুড়ি। নদিয়ার চাপড়ায় তৃণমূলের এক কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। গোয়ালপোখরেও শাসকদলের এক কর্মী নিহত হয়েছেন। পূর্ব বর্ধমানের কাটোয়ায় নিহত তৃণমূলের এজেন্ট। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ২৪ জন। শুক্রবার রাতে মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। তুফানগঞ্জে খুন হন শাসকদলের আরও এক কর্মী। পূর্ব বর্ধমানের আউশগ্রামে দু’নম্বর ব্লকের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের সাত নম্বর বুথে তৃণমূল এবং সিপিএমের সংঘর্ষে জখম হয়েছিলেন সিপিএম কর্মী রাজিবুল হক। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। যদিও রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ শনিবার দুপুরে জানান, ভোটের দিন তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৬.২৮ শতাংশ।

আরও 

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৮:৫৩ key status

গোয়ালপোখরেতে এক কংগ্রেস কর্মীর মৃত্যু

গোয়ালপোখরে জাগিরবস্তি এলাকায় মহাঃ জামিলুদ্দিন নামে এক কংগ্রেস কর্মীর মৃত্যু।ভোট নিয়ে গোলমাল বাধে এলাকায়। বুথ লুটপাট হয় বলে অভিযোগ।  সেই বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষে মৃত্যু হয় জামিলুদ্দিনের। অভিযোগ শাসক দলের বিরুদ্ধে।

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৮:০৫ key status

রানিগঞ্জে গুলিবিদ্ধ এক

রানিগঞ্জে গুলি চালানোর অভিযোগ উঠল। জেমারি পঞ্চায়েত এলাকায় সিপিএমের জেলা পরিষদের প্রার্থী সাগর বন্দ্যোপাধ্যায়ের বাঁ হাত ছুঁয়ে গুলি বেরিয়ে যায় বলে দাবি। তিনি জখম হয়েছেন। এর পরই তৃণমূল এবং সিপিএমের সংঘর্ষ বাধে। বেশ কয়েক জন জখম হয়েছেন। 

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৭:৩২ key status

বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৬৬.২৮ শতাংশ

পঞ্চায়েত নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৬.২৮ শতাংশ

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৭:৩১ key status

ডোমকলে আবার গুলি

মুর্শিদাবাদের ডোমকলে দুই কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের নাম নবকুমার মণ্ডল এবং সায়ন মণ্ডল। দু’জনের বুকে গুলি লেগেছে।  তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৭:২২ key status

আক্রান্ত দীপ্সিতা ধর

হাওড়ার বালির নিশ্চিন্দার ঘোষপাড়া হাইস্কুলে সিপিএমের যুবনেত্রী দীপ্সিতা ধরকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত দীপ্সিতার মা দীপিকা ধরও। তাঁর চশমা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। পঞ্চায়েত নির্বাচনে এ বার হাওড়ায় ৪১ নম্বর জেলা পরিষদে সিপিএম প্রার্থী হয়েছেন দীপ্সিতার মা। অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা কল্যাণ দাস। 

photo of Dipsita Dhar

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৭:০৫ key status

ব্যালট বাক্স লুটের অভিযোগ

হাওড়ার জগৎবল্লভপুর শঙ্করাটি এক নম্বর চকসদর এলাকায় আইএসএফ কর্মীদের বিরুদ্ধে ব্যালট বাক্স লুট করার অভিযোগ তুলল তৃণমূল। ব্যালট বাক্স নিয়ে পালাতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর হাতে ধরা পড়ে যান অভিযুক্তরা। পরে ব্যালট বাক্স উদ্ধার করে ভোটগ্রহণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষ বাধে। বেশ কয়েক জন জখম হয়েছেন বলে দাবি। 

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৭:০২ key status

বীরভূমে আক্রান্ত কংগ্রেস প্রার্থীর পুত্র

বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের উলকুন্ডা গ্রাম পঞ্চায়েতের দুনা গ্রামে কংগ্রেস প্রার্থীর পুত্রকে লোহার রড দিয়ে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, ভোটগ্রহণ কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরোনোর সময় পিস্তল নিয়ে তাড়া করে দুষ্কৃতীরা। পালানোর সময় পড়ে গেলে তাঁকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। জখম যুবককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৬:৫৩ key status

কাটোয়ায় আক্রান্ত তৃণমূল প্রার্থী

ব্যালট বাক্সে ভাতের ফ্যান এবং গরম জল ফেলে দেওয়ার প্রতিবাদে তৃণমূলের প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। মারধরের জেরে প্রিয়াঙ্কা মণ্ডল নামে তৃণমূলের প্রার্থী বুথের মধ্যেই জ্ঞান হারান। মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব। ঘটনাটি পূর্ব বর্ধমানের কাটোয়ার খাজুরডিহি গ্রাম পঞ্চায়েতের একাইহাটের সীতাকুমারী প্রাথমিক বিদ্যালয়ের  ২২ নম্বর বুথের ঘটনা। 

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৬:৩৬ key status

হুগলিতে গুলিবিদ্ধ তিন ভোটার

গুলিবিদ্ধ তিন ভোটার নতিবপুরে বিহারীলাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। তিন ভোটার গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে এক জন মহিলা। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৬:৩১ key status

ব্যালট বাক্সে জল!

ডাবগ্রাম ফুলবাড়ির চাংড়াবান্ধা প্রাথমিক বিদ্যালয়ে ২৬৬ নম্বর বুথে ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, কংগ্রেসের পোলিং এজেন্ট জল ঢেলে দেন ব্যালট বাক্সে। কংগ্রেসের অভিযোগ, তৃণমুল প্রথম থেকেই ছাপ্পা ভোট করছিল। 

photo of Panchayat election

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৬:২৯ key status

দুষ্কৃতীকে গণপিটুনি গ্রামবাসীদের

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে একটি বুথে ছাপ্পা ভোট দিতে গিয়ে ধরা পড়ল এক দুষ্কৃতী। তাকে বেধড়ক মারধর গ্রামবাসীদের। এমনই অভিযোগ উঠেছে। 

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৬:২৬ key status

রানিগঞ্জে সিপিএম-তৃণমূল সংঘর্ষ

আসানসোলের রানিগঞ্জ ব্লকের মেমারি পঞ্চায়েতে সিপিএম-তৃণমূল সংঘর্ষ। বেশ কয়েক জন জখম হয়েছেন। আসানসোলের বারাবনি বিধানসভার অন্তর্গত দোমোহানি গ্রাম ফ্রি প্রাইমারি স্কুলে ১৯১ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। 

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৬:২৪ key status

দুপুর ৩টে পর্যন্ত ভোটের হার ৫০.৫২ শতাংশ

পঞ্চায়েত ভোটে রাজ্যে দুপুর ৩টে পর্যন্ত ভোটের হার ৫০.৫২ শতাংশ। 

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৬:২০ key status

পূর্ব বর্ধমানের রায়নায় সংঘর্ষ

পূর্ব বর্ধমানের রায়নার মাঠনূরপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে চার গ্রামবাসী জখম হয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ,  বিকেলের দিকে বেশ কয়েক জন দুষ্কৃতী বাইরে থেকে আসে। তারা গ্রামে বোমা ছোড়ে বলে দাবি। 

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৬:১৫ key status

নিশীথকে ‘বাধা’

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। কোচবিহার এক নম্বর ব্লকের ভেটাগুড়ি উচ্চ বিদ্যালয়ে ২৩৪ নম্বর বুথে ভোট দিতে ঢোকেন নিশীথ। সেই সময় স্কুলের গেটে থাকা রাজ্য পুলিশের আধিকারিক নিশীথকে নিরাপত্তা কর্মীদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেন বলে অভিযোগ। এরপর নিয়ম অনুযায়ী নিশীথ ভোটের লাইনে গিয়ে দাঁড়ান এবং ভোট দেন। 

photo of Nisith Pramanik

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৬:০৫ key status

মাথাভাঙায় চলল গুলি

কোচবিহারের মাথাভাঙা এক নম্বর ব্লকের বেলতাপারা ২১২ নম্বর বুথে গুলি চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিপ্লব সান্যাল নামে এক ভোটারের পায়ে গুলি লেগেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৫:৪৫ key status

কেশপুরে কংগ্রেস এবং তৃণমূলের সংঘর্ষ

পশ্চিম মেদিনীপুরের উচাহার গ্রামে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ। এক তৃণমূল নেতার মাথা ফেটেছে বলে অভিযোগ। কংগ্রেস নেতারও মাথা ফেটেছে বলে দাবি। 

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৫:৩৮ key status

উত্তর দিনাজপুরে দেহ উদ্ধার

পঞ্চায়েত ভোট চলাকালীন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার ধোয়ারাই এলাকায় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বাঁধল। মৃতের নাম নারায়ণ সরকার। স্থানীয়দের দাবি, ভোট দিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কী ভাবে তাঁর মৃত্যু হল, স্পষ্ট নয়। 

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৫:১৩ key status

বুথে গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী

নদিয়ার হাতিশালা গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাবাজির অভিযোগ। যার জেরে আতঙ্কে ভোট দিতে যেতে পারছিলেন না এলাকাবাসী। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুথকেন্দ্রে শূন্যে গুলি চালান জওয়ানরা। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। 

নাকাশিপাড়ার ম্যাচপোতায় বোমাবাজিতে জখম হয়েছেন এক সিপিএম সমর্থক। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

timer শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৪:৫৮ key status

গুলিবিদ্ধ দুই এসইউসিআই সমর্থক

দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের মেরিগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর বুথে ভোট দিতে যাওয়ার পথে গুলিবিদ্ধ দুই এসইউসিআই সমর্থক। যদিও নেতৃত্বের দাবি, মোট সাত জন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের সামনেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.