শুক্রবার তেলেঙ্গানার ইয়াদাদ্রি জেলা পেরোনোর সময় ফলকনুমা এক্সপ্রেসের অন্তত তিনটি বগিতে আগুন লেগে যায়।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই হাওড়া থেকে সেকেন্দ্রাবাদগামী ট্রেনটিকে বোমাইল্লি গ্রামের কাছে থামিয়ে দেওয়া হয়। যাত্রীরা অল্পের জন্য রক্ষা পায়। তারা আগুন ছড়িয়ে পড়ার আগেই বগি থেকে লাফ দিয়ে নেমে যায়। ঘন কালো ধোঁয়া কোচ S3, S4 এবং S5 কে গ্রাস করেছে।
ট্যুইটারে, তেলেঙ্গানার ডিজিপি বলেছেন, ‘ভোঙ্গির গ্রামীণ পিএস-এর সীমানার মুধ্যে ফলকনুমা এক্সপ্রেসে আগুন লাগার পরে সমস্ত যাত্রীদেরকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং বাসে করে তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে। পুলিস, ফায়ার সার্ভিস ও রেলওয়ে একসঙ্গে কাজ করছে। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি’।
তিনি আরও বলেন, ‘১৮টি কোচের মধ্যে ১১টি আলাদা করে নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে। ৭টি বগিতে আগুন লেগেছে, যার মধ্যে এখন পর্যন্ত ৩টি বগিতে আগুন নিভে গিয়েছে’।
দক্ষিণ মধ্য রেলওয়ের সিপিআরও সিএইচ রাকেশ বলেন, ‘ফলকনুমা এক্সপ্রেসে অগ্নি দুর্ঘটনার খবর পাওয়াগিয়েছে। সব যাত্রী নেমে গিয়েছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি, এবং ট্রেনটি বোমাইপলি এবং পাগিদিপল্লির মধ্যে থামানো হয়েছে। তিনটি বগিতে আগুন লেগেছে, S4, S5, S6’।