বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ একটি অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাগুইআটি (Baguiati) জ্যাংড়া রঘুনাথপুর অঞ্চলে। পুলিশ সূত্রে খবর, ভোরের এই ঘটনায় পেশায় দুই প্লাম্বার মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় বাগুইআটি উমা নার্সিংহোম এ ভর্তি করা হয়েছে। এদের বয়স যথাক্রমে ৩৫ ও ৪৫। এরা ওড়িশার বাসিন্দা। একজনের শরীরের ৪০ শতাংশ এবং একজন ৭০ শতাংশ ঝলসে গেছেন। জানা গিয়েছে জ্যাংড়া রঘুনাথপুরের ৪ তলা ফ্ল্যাট বাড়ির ১ তলার গুদাম ঘরে বিকট একটা বিস্ফোরণের পর আগুন লেগে যায়। ভোরের দিকে বিস্ফোরণের আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে এসে দেখেন গুদামঘরে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া দমকল এবং পুলিশকে।
দমকলের দুটি ইঞ্জিন ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তারপর পুলিশের অ্যাম্বুলেন্সে করে দুই আহতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। দমকলের প্রাথমিক অনুমান, রান্নার গ্যাস লিক করে ঘরে গ্যাস ভরে গিয়েছিল। তার ওপর দুই ভাড়াটিয়ার যেকোনো একজন ধুমপান করায় এই বিপত্তি। উল্লেখ্য কিছুদিন আগেই বাগুইআটি একটি ফ্ল্যাটে কলকাতা পুলিশের একজন ইন্সপেক্টরের বাড়িতে প্রায় একই ধরনের ঘটনা ঘটেছিল। মৃত্যু হয়েছিল তাঁর স্ত্রীর।