লক্ষ্মীর ভান্ডারের ৫০০ টাকা নয়, বিজেপি ক্ষমতায় এলে ২০০০ টাকা দেওয়া হবে। পঞ্চায়েত ভোটের প্রচারে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপির নেতারা। তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার নিয়ে আপত্তি থাকা সত্ত্বেও কেন সেই প্রকল্পকে হাতিয়ার করছে বিজেপি? এই প্রশ্ন তুলে শাসক দল সরব হয়েছে। এর পাল্টা দিতে গিয়ে সুকান্তর দাবি, তারা ক্ষমতায় এলে পাঁচ বছরে রাজ্যে শিল্পায়ন করে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাবেন ও মহিলাদের ক্ষমতায়নের জন্য ২ হাজার টাকা অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে।
তিনি বলেন, “বিজেপির দৃষ্টিভঙ্গি তৃণমূলের থেকে আলাদা, তাদের সঙ্গে আমাদের প্রচুর পার্থক্য রয়েছে। তৃণমূল বলছে, আমরা ৫০০ টাকা দিয়েছি, কন্যাশ্রী দিয়েছে, এই দিয়েছি ওই দিয়েছে অনেক কিছু দিয়েছি। কিন্তু আমরা বলছি আমরা ২০০০ টাকা দেবো। দুঃস্থ মহিলাদের দেবো।” বিজেপির রাজ্য সভাপতির আরও দাবি, “যে ৪৫ লক্ষ শ্রমিক বাংলার বাইরে চলে গেছে, ক্ষমতায় এলে পাঁচ বছরের মধ্যে শিল্পায়ন করে তাদের ফেরত আনবো আমরা। পাঁচ বছরের মধ্যে পশ্চিমবঙ্গে শিল্পায়ন হবে এবং সেইসব ব্যক্তি যারা চলে গেছে, যাদের কর্মসংস্থান জোটেনি তারা আবার পশ্চিমবঙ্গে ফিরে আসবেন।”
প্রসঙ্গত, ২০২১-এ তৃণমূল ক্ষমতায় আসার পর চালু হয় লক্ষ্মীর ভান্ডার। সেই প্রকল্পে মহিলাদের মাসে ৫০০ টাকা করে দেওয়া হয়। কিন্তু এই প্রকল্পের বিনিময়ে রাজ্যের কর্মসংস্থানের সুযোগ মাঠে মেরে দিয়েছে বলে অভিযোগ করে বিজেপি। তাদের আরো দাবি, মহিলাদের ৫০০ টাকা দিয়ে কিছুই লাভ হয় না। বরং সেটা গরিব মহিলাদের কাছ থেকে জোর করে বাড়ির পুরুষরা ছিনিয়ে নিয়ে মদের নেশায় মেতে ওঠে। তাই তারা যদি ক্ষমতায় আসেন তাহলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মাসে ২০০০ করে টাকা দেওয়া হবে। যে টাকা কাজে লাগিয়ে দুঃস্থ মহিলারা অর্থনৈতিক ভাবে স্বনির্ভর হতে পারবে।