তেজস এক্সপ্রেস চালু হওয়া থেকেই রেল বেসরকারি হাতে চলে যাওয়ার জল্পনা নতুন মাত্রা পেয়ে যায়।
অনেক দিন ধরেই এমন জল্পনা ছিল তবে এই প্রথম সরাসরি রেলের নয় এমন কোনও সংস্থার হাতে ট্রেন চালানোর দায়িত্ব। একই সঙ্গে আগামীতে ১৫০টি ট্রেনের পরিচালনা বেসরকারি হাতে দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে রেল।
বলা হয়েছে, ধাপে ধাপে ৫০টি রেল স্টেশনকেও বেসরকারি পরিচালনার আওতায় আনতে চায় রেল।
এর পর থেকে রেল বেসরকারিকরণ নিয়ে জল্পনা আরও বেড়ে যায়। এবার তার জবাব দিতে গিয়ে সব জল্পনা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। বুধবার তিনি জানিয়েছেন, রেল বসরকারিকরণ নয়, রেলে বেসরকারি পুঁজি আনাই কেন্দ্রের লক্ষ্য।
নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “ভারতীয় রেলকে বেসরকারি করে দেওয়ার কোনও পরিকল্পনাই নেই। এমন কোনও প্রস্তাবও নেই। বিজেপি কেন্দ্রের ক্ষমতায় থাকার সময়ে অন্তত এমন কোনও সম্ভাবনাই নেই।” একই সঙ্গে তিনি জানিয়েছেন, রেলে বেসরকারি পুঁজির বিনিয়োগ চায় কেন্দ্র যার মাধ্যমে বিশ্বসেরা প্রযুক্তি যুক্ত হবে ভারতীয় রেলে। এর জন্যই সরকারি-বেসরকারি পার্টনারশিপ দরকার।