পোস্টাল ব্যালটে ছাপ্পার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার মেজিয়ায়।অভিযোগ তৃণমূলের কিছু লোক মেজিয়া ব্লক অফিসে ঢুকে পোস্টাল ব্যালটে ছাপ্পা লাগায়। খবর পেয়ে বিজেপির প্রার্থী ও কয়েকজন কর্মী এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে তাদের মারধোর করা হয় বলে অভিযোগ।
বিজেপির বিধায়ক চন্দনা বাউরী অভিযোগ করেন, গতকাল থেকে মেজিয়া ব্লক অফিসে পোস্টাল ব্যালটে ভোট প্রক্রিয়া শুরু হয়। আমাদের প্রার্থীরা প্রচারে ব্যস্ত থাকার সুযোগে তৃণমূলের কয়েকজন নেতা জোর করে ছাপ্পা ভোট দিতে থাকেন। বিজেপির প্রার্থী ও কয়েকজন মিলে এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে তাদের মারধোর করা হয়।
এই ঘটনার খবর পেয়ে বাঁকুড়া র সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃসুভাষ সরকার মেজিয়ায় হাজির হন। সেখানে প্রহৃত বিজেপি কর্মীদের সাথে দেখা করেন। তিনি এই ঘটনার নিন্দা করেন। স্থানীয় বিজেপির কর্মীরা বলেন তৃণমূল যতই সন্ত্রাস করুক না কেন আমরা লড়াই চালিয়ে যাবো।