বিজেপিকে ভোট দেবার জন্য লক্ষ্মীর ভান্ডারের নাম কাটা গেলে তা ফেরানোর দায়িত্ব সুকান্ত মজুমদারের। দক্ষিণ দিনাজপুরে কুশমন্ডির সীমান্ত লাগোয়া উদয়পুর গ্রামের প্রকাশ্য সভা থেকে এমনই বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি।
মঙ্গলবার দুপুরে সীমান্ত লাগোয়া ওই গ্রামে গিয়ে প্রার্থী পরিচয় করাবার পাশাপাশি বেশ কয়েকজন দলত্যাগী লোকজনকে বিজেপির ঝান্ডাও ধরিয়েছেন সুকান্ত মজুমদার। যেখানে রাজ্য সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী সহ বিজেপি প্রার্থীরা। যেখানে বক্তব্য রাখতে উঠেই সুকান্ত বলেন, লক্ষ্মীর ভান্ডার নিয়ে অনেক তৃণমূল নেতাই এখন গ্রামে গ্রামে সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে। বিজেপিকে ভোট দিলেই লক্ষ্মীর ভান্ডার থেকে নাম কাটা যাবে এমনটাও বলছেন তারা। যে প্রশ্নের উত্তরেই এদিন সুকান্ত জানিয়েছেন, বিজেপিকে ভোট দিয়ে যদি কারোর লক্ষ্মীর ভান্ডার থেকে নাম কাটা পড়ে তবে তার নাম ফেরানোর দায়িত্ব নেবে সুকান্ত মজুমদার।
আদালতে নির্বাচন নিয়ে যেমন রোজ থাপ্পড় খাচ্ছে রাজ্য সরকার, ঠিক সেভাবেই এই লক্ষ্মীর ভান্ডার নিয়েও থাপ্পড় খাবে এই সরকার। একইসাথে এদিনের সভা থেকে তিনি আরো বলেন, কুশমন্ডির একজন চাকরি চোরের নাম এখন গোটা রাজ্যে খ্যাত হয়ে গেছে। রাজ্যের চাকরি দুর্নীতিতে শান্তনু, সায়নী সহ যাদের নাম উঠে এসেছে তাদের ঘনিষ্ঠ কুশমন্ডির ওই তৃণমূল প্রার্থী। যিনিই এবার জেলা পরিষদের প্রার্থী হয়েছেন।