গোটা সেপ্টেম্বর মাসে মোট ৮ টি ড্রোন পাঞ্জাব-পাকিস্তান সীমান্তে দেখা গিয়েছে। যা নিয়ে কার্যত চিন্তার ভাঁজ কপালে পড়েছে দিল্লির। গোটা পাঞ্জাব জুড়ে ড্রোন নিয়ে জারি হয়েছে সতর্কতা। এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রন্ত্রক নির্দেশ দিয়েছে, ‘অ্যান্টি ড্রোন’ প্রযুক্তি তৈরির জন্য।
ফের একবার পাঞ্জাবের আকাশে দেখা গিয়েছে পাকিস্তানি ড্রোন। এই নিয়ে একমাসে বেশ কয়েকবার পাকিস্তান থেকে ভারতের পথে দেখা গিয়েছে ড্রোন। যা নিয়ে শুরু হয়েছে তুমুল তোলপাড়। দিওয়ালির আগে এই ড্রোন নিয়ে ফের একবার নাশকতার সন্দেহ উঠে আসছে।
পাকিস্তান-পাঞ্জাব সীমান্ত এলাকার গ্রামের বাসিন্দাদের দাবি, পাক সীমান্ত থেকেই তাঁরা ড্রোন উড়ে আসতে দেখেছেন। ড্রোন এসে, হাজার সিং ওয়ালা গ্রামে ঘুরে গিয়ে ফের চলে যায় পাকিস্তানের দিকে। কোনও রকমের আঘাত ড্রোনে লাগেনি বলে খবর।
মনে করা হচ্ছে , বিএসএফ-এর সেনা ঘাঁটিকেই নিশানা করছে সাম্প্রতিক পাকিস্তান থেকে আসা ড্রোন। কারণ সেখানের বিএসএফ এর এইচ কে টাওয়ারের দিকে ড্রোন উড়তে দেখা যায়। যা গমের ক্ষেতের ওপর দিয়ে উড়ে ফিরে যেতে দেখা যায়।