প্রায় ৩৫ বছর পর মেরামত শুরু হয়েছিল গ্রামের রাস্তা। টাকাও বরাদ্দ হয়েছে প্রচুর, দু’কোটি। কিন্তু সরকারী টেন্ডারের নিয়ম না মেনে নিম্নমানের রাস্তা তৈরি হচ্ছিল। প্রতিবাদে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভে নেমেছেন এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার অন্তর্গত কৃষ্ণনগর গ্রামে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
জানাগেছে, প্রায় পঁয়ত্রিশ বছর ধরে বাসন্তী থানার অন্তর্গত কেষ্টবাবুর চক থেকে বাসন্তী বাজার পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার কোনও উন্নয়ন হয়নি। সম্প্রতি সুন্দরবন উন্নয়ন দফতর কংক্রিটের রাস্তা তৈরির জন্য প্রায় দু কোটি টাকা বরাদ্দ করেছে। সেই রাস্তা তৈরির কাজ শুরুও হয়েছে। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, সরকারী নিয়মে আট ইঞ্চি পুরু করে রাস্তা ঢালাই করার কথা বলা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। কোথাও আড়াই ইঞ্চি তো কোথাও চার ইঞ্চি ঢালাই করছেন ঠিকাদার। অন্যদিকে, এই কংক্রিটের ঢালাইয়ের নীচে ইট বিছানোর কথা থাকলেও কার্যত তা না করেই ঢালাই করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
বিষয়টি প্রশাসনের সকল স্তরে জানিয়েও সুরাহা হয়নি।
অভিযুক্ত ঠিকাদার স্থানীয় নেতা ও মস্তানদের সাথে টাকার বিনিময়ে রফা করে নিয়ে রাস্তা তৈরির সরকারী নিয়ম মানছে না বলে অভিযোগ তুলেছেন গ্রামের মানুষজন। ঘটনার প্রতিবাদ করতে গেলে সেই সমস্ত নেতা ও মস্তানদের হাতে প্রহৃত হতে হচ্ছে তাদের।
তাই গ্রামবাসীরা দলবদ্ধভাবে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন। এলাকার মানুষ এখনই আন্দোলন ছাড়ছেন না। তাদের দাবী, সরকারী নির্দেশ অনুযায়ী কাজ না হলে অদূর ভবিষ্যতে এই রাস্তা নষ্ট হয়ে যাবে। তাই সরকারী নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে রাস্তা তৈরি হোক।