রাজ্যের এক মন্ত্রীর হাঁটু ভাঙ্গতে ইডি আসছে। চুরি করে যত টাকা খেয়েছে, তা সব বমি করে বের করা হবে।’ আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রবিবার উত্তর ২৪ পরগনার হাবড়া থানার কুমড়া কাশিপুর এলাকায় নির্বাচনী প্রচারে এসে রাজ্যের এক মন্ত্রীর উদ্দেশ্য এমনই হুঁশিয়ারি দিয়ে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এদিন দলের প্রার্থীদের হয়ে পায়ে হেঁটে, গাড়িতে করে এলাকায় প্রচার করেন সুকান্ত মজুমদার। পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ভয় পাচ্ছেন। আর তাই নিজে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নেমেছেন।’ উল্লেখ্য, আজ থেকেই উত্তরবঙ্গে ভোট প্রচার শুরু করছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে এদিন সুকান্ত মজুমদার বলেন, ‘সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হলে মানুষ বিজেপিকে ভোট দেবে। উত্তরবঙ্গে একাধিক জেলা পরিষদের আসন হাতছাড়া হওয়ার ভয়ে মুখ্যমন্ত্রী আগে উত্তরবঙ্গে প্রচার করতে ছুটে গেছেন।’
পাটনায় বিরোধী দলের জোটের বৈঠকে সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির সমালোচনা করে এদিন সুকান্ত মজুমদার বলেন, ‘সিপিএম বা কংগ্রেসকে ভোট দেওয়া মানে ঘুরপথে তা তৃণমূলকেই ভোট দেওয়া। তা না করে হয় সরাসরি তৃণমূলকে ভোট দিন, না হয় বিজেপিকে ভোট দিন। হাবড়া বিধানসভা কেন্দ্রের ফুলতলা এলাকায় ভোট প্রচারের অঙ্গ হিসাবে এদিন সকাল ১১টা নাগাদ সুকান্ত মজুমদারের পদযাত্রা শুরু হয় কুমড়ো গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে। প্রায় ১০ কিলোমিটার রাস্তা ঘুরে শেষ হয় মসলন্দপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোয়ালবাটি এলাকায়। ফুলতলা এলাকায় পদযাত্রা শেষে স্থানীয় একটি মাঠে ফুটবল খেলার উদ্বোধনও করেন তিনি।