বহু কাঠ খড় পুড়িয়ে মোদীর বিরোধিতায় একটি ঐক্যমঞ্চ তৈরির চেষ্টায় ১৫ টি বিরোধী দলের শীর্ষ নেতারা যখন নীতিশ কুমারের বাড়িতে বৈঠক করছেন ও এক সুরে বার্তা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন তখুনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এটা বিরোধীদের ফটোসেশন চলছে। সবটাই অর্থহীন। তাঁর দাবি, যতই হাত মেলান না কেন বিরোধীদের একতা সম্ভব না।
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ডাকে পাটনায় বিজেপি বিরোধী দলগুলি বৈঠক করলো শুক্রবার। বিরোধীরা যখন বৈঠক করছিলেন তখন জম্মু-কাশ্মীরে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, ওখানে তো ফটোসেশন হচ্ছে। ২০২৪ এর লোকসভা ভোটে কোনো বিরোধী জোটের সম্ভাবনাই নেই। আগামী লোকসভা ভোটে বিজেপি বিরোধীদের একজোটক হবার সম্ভাবনাকে কার্যত আমলই দিলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
২০২৪ -এর লোকসভা ভোটে বিজেপি বিরোধী জোট যাতে হয়, তার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন মমতা, নীতিশ ও পাওয়াররা। কিন্তু এই জোট হলেও তাতে কোনো চিন্তারই কারণ নেই বলে দাবি করেছেন অমিত শাহ। তাঁর কথায়, বিরোধী নেতাদের বলতে চাই আপনাদের ঐক্য প্রায় অসম্ভব। কিন্তু শেষ পর্যন্ত যদিও সেটা বাস্তব রূপ পায়, অনুগ্রহ করে জনগণের সামনে সে ঐক্য তুলে ধরুন। একইসঙ্গে অমিত শাহ দাবি করেছেন, ২০২৪ সালে ৩০০-র বেশি আসন নিয়ে নরেন্দ্র মোদীর প্রত্যাবর্তন কেউ আটকাতে পারবে না।
শুক্রবার দুপুরে পাটনায় নীতিশের বাসভবনের ১৫ টি বিরোধী দলের শীর্ষ নেতা নেত্রীরা আগামী লোকসভা ভোটে বিজেপি বিরোধী জোট গড়ার বিষয়ে তিন ঘন্টারও বেশি সময় আলোচনা করেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ফিরহাদ হাকিমকে নিয়ে সেই বৈঠকে ছিলেন। কংগ্রেসের তরফে রাহুল গান্ধী, খাড়গে, আপনেতা অরবিন্দ কাজরিওয়াল, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি, ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, এনসিপি প্রধান শরৎ পাওয়ার ও তার কন্যা সুপ্রিয়া সুলে, জেএমএম প্রধান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআইএমএল -এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা, জম্মু-কাশ্মীরে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা অমর আব্দুল, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (বাল সাহেব) প্রধান উদ্ধব ঠাকরে ও তার ছেলে আদিত্য, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ও তার ছেলে তেজস্বী যাদবের মতো নেতারাও উপস্থিত ছিলেন নীতিশের বাড়িতে।