নিখোঁজ কিশোরের পাঁচ লক্ষ টাকার মুক্তি পণ দাবি করে মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাঘমুন্ডিতে।
স্থানীয় সূত্রে জানাগেছে, গত রবিবার পুরুলিয়ার বাঘমুন্ডি থানার কাশীটাড় গ্রামের বাসিন্দা বছর ১৩-র রাকেশ মাহাতো রবিবার বিকেল থেকে নিখোঁজ হয়ে যায়। পরিবার সূত্রে খবর, সপ্তম শ্রেণিতে পাঠরত রাকেশ বাড়ি থেকে রবিবার বিকেলে টিউশন পড়তে যাওয়ার জন্য ঘর থেকে বেরলেও তারপর আর সে ঘর ফেরেনি। ঘটনার পর থেকে পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করলে তার কোনো খোঁজ পাওয়ায় যায়নি। ইতিমধ্যে বাঘমুন্ডি থানায় একটি নিখোঁজ ডায়রি করা হয় পরিবারের পক্ষ থেকে। এরই মাঝে মঙ্গলবার সকালে গ্রামের কাছে নিখোঁজ পড়ুয়া রাকেশের মুক্তিপণ চেয়ে মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়। ওই মাও নামাঙ্কিত পোস্টারে সরাসরি লেখা রয়েছে রাকেশ মাহাতোকে পেতে হলে ৫ লক্ষ টাকা মুক্তিপণ লাগবে।
এদিন সাদা কাগজে লাল কালিতে লেখা এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে বাঘমুন্ডি থানার পুলিশ ওই পোস্টার উদ্ধার করে নিয়ে যায়। বার বার জেলায় এভাবে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হওয়ায় বিব্রত জেলা পুলিশ। এই ক্ষেত্রে কিশোরের মুক্তিপণ দাবি করে পোস্টার চিন্তা বাড়িয়ে তুলেছে পুলিশের। এই ঘটনায় পুরুলিয়ার বাঘমুন্ডি থানার পুলিশ তদন্তে নেমেছে।