পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজনৈতিক তরজা এমনিতেই এখন তুঙ্গে। তার মধ্যে পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে প্রধান বিরোধী দল বিজেপি সমুখ সমরের ময়দানে। রাজভবনে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালনের তীব্র বিরোধিতা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে ফোনে কথা বলেছেন, চিঠিও দিয়েছেন। কিন্তু এই বিষয়ে বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ তীব্র আক্রমণ শানিয়েছেন। একই সঙ্গে তাঁর দাবি, হিন্দু বাংলা গঠনে ভোট দিয়েছিল বামেরাও।
মঙ্গলবার রাজভবনে পালিত হয়েছে পশ্চিমবঙ্গ দিবস। বিধানসভা থেকে আলাদা করে মিছিল বের করেছেন বিরোধী দলনেতা। একই সঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, স্বাধীনতার আগে বাংলায় যখন প্রথম সরকার হয়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাতে মন্ত্রী ছিলেন। সেই সময় সরকারে থাকা হিন্দু বিধায়করা পশ্চিমবঙ্গ তৈরির জন্য ভোট দিয়েছিলেন। বঙ্গভঙ্গের পর হিন্দু প্রধান অংশ নিয়ে তৈরি হয় পশ্চিমবঙ্গ। এমনকি জ্যোতি বসুরা পর্যন্ত হিন্দু বাংলা তৈরি করতে ভোট দিয়েছিলেন। মোট কুড়িজনের ভোট পড়ে। তখন থেকেই পশ্চিমবঙ্গের ধারণা তৈরি হয়। দেশ ভাগ হয় তারপরে।
দিলীপ বাবুর মতে, পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার একটা দিন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাস ঘেঁটে দিতে চাইছেন। এটা ঐতিহাসিক সত্য। তাঁর দাবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন বলেই বাঙালি হিন্দুরা মাতৃভূমি পেয়েছেন, নাহলে সবাই উদ্বাস্তু হয়ে যেতেন।
তিনি আরো বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি জানানোর কে? উনি আজ আছেন কাল থাকবেন না। ইতিহাস থেকে যাবে। উনি নিজে একদিন ইতিহাস হয়ে চলে যাবেন। তাই এসব চেষ্টা যেন না করেন উনি।”
পশ্চিমবঙ্গ দিবস বলে যে দিনটিকে ঘিরে এত আয়োজন ১৯৪৭ সালের ২০ জুন তৎকালীন অখণ্ড বাংলা বিভাজনের বিষয়টি প্রাদেশিক বিধানপরিষদে উত্থাপিত হয়। বিষয় ছিল পুরো বাংলা কি পাকিস্তানে চলে যাবে, না কি বর্তমান যে পশ্চিম্বঙ্গ তা ভারতে থাকবে? ভোটাভুটিতে ৫৮ জন ভারতে থাকার পক্ষে এবং ২১ জন বিপক্ষে ভোট দিয়েছিল। ফলে বর্তমান পশ্চিম্বঙ্গ ভারতে যুক্ত হয়। ভারতে যুক্ত হওয়ার পক্ষে জ্যোতি বসুও ভোট দিয়েছিলেন। তৈরি হয় তৎকালীন পূর্ব পাকিস্তান যা বর্তমানে বাংলাদেশ এবং একটি অংশ ভারতে রয়ে যায় পশ্চিমবঙ্গ নামে। ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীনতা অর্জন করে ভারত। কিন্তু সেই স্বাধীনতা অর্জিত হয় পাঞ্জাব এবং বাংলা বিভাজনের মাধ্যমে। শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন, ওরা ভারত ভাগ করেছিল আমি পাকিস্তানকে ভাগ করলাম।