Cyclone Biparjoy: আরব সাগরের অতি প্রবল ঘূর্ণিঝড় তাউকটেও হার মানবে বিপর্যয়ের কাছে

২০২১-এ আরব সাগরের বুকে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় তাউকটে বা ঘূর্ণিঝড় তাউটে। তার অভিঘাত যেমন কেরল থেকে শুরু করে কর্নাটক, গোয়া, মহারাষ্ট্র ও গুজরাতে পড়েছিল, তেমনই ঘূর্ণিঝড় বিপর্যয়ও একই পথে এগিয়ে চলেছে। আবহবিদরা অনুমান করছেন একুশের ওই অতি প্রবল ঘূর্ণিঝড় তাউকটেকেও হার মানাতে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়। সেই কারণেই ভারতের পশ্চিম উপকূলবর্তী রাজ্যগুলিতে জারি করা হয়েছে সতর্কতা। কেরল থেকে শুরু করে গুজরাত পর্যন্ত প্রতিটি রাজ্যকেই সতর্ক করে দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় বিপর্যয় সাম্প্রতিককালের দীর্ঘতম! ১০ দিন ধরে আরব সাগরের বুকে তাণ্ডব প্রাথমিক পূর্বাভাসে মনে করা হয়েছিল ঘূর্ণিঝড় বিপর্যয় গুজরাত উপকূলের আগে এসে উত্তর-পশ্চিম দিকে বাঁক নিতে পারে। তাহলে তা ওমানের দিকে চলে যেত। কিন্তু এখন আশঙ্কা করা হচ্ছে কচ্ছ ও গুজরাত উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়।

শান্তনু বনাম অভিষেক তরজায় রণক্ষেত্র ঠাকুরনগর, হাসপাতালেও হাতাহাতি দুই ফুলের! বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতীয় উপকূলকেই টার্গেট করছে বিপর্যয়। তার যা গতিবিধি, তাতে স্পষ্ট ঘূর্ণিঝড় তাউটের থেকেও শক্তিশালী রূপ নিয়ে তাণ্ডব চালাতে পরে। এমনিতেই এখন থেকে প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে। তা আরো বাড়তে পারে বলে ধারণা আবহবিদদের। ঘূর্ণিঝড় বিপর্যয় ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় বা এক্সট্রিম সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে। ঘূর্ণিঝড় তাউটের পথ ধরে এসে তাউটের গতিকেও বিট করে এগিয়ে যেতে চলেছে ঘূর্ণিঝড় বিপর্যয়। তাউটেও ওই একই পথ ধরে এসে পুরো পশ্চিম উপকূলকে ডুবিয়ে ছেড়েছিল।

বলা যায় ২০২১-এ ঘূর্ণিঝড় তাউকটে বা তাউটের মতোই ২০২৩-এর ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রকৃতি। ঘূর্ণিঝড় তাউকটের গতি সর্বোচ্চ হয়েছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। কিন্তু ঘূর্ণিঝড় বিপর্যয় ঘণ্টায় ১৯৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে পৌঁছতে পারে বলে অনুমান করা হচ্ছে। আইএমডি জানিয়েছে, ১৫ জুন ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড় তাউকটের গতি ১৯৫ কিলোমিটার অতিক্রম করতে পারে। ওইদিন দুপুরে কচ্ছ ও সৌরাষ্ট্রের উপর দিয়ে বয়ে যেতে পারে বিপর্যয়। তারপর গুজরাতের মাণ্ডবী ও পাকিস্তানের করাচিতে ল্যান্ডফল করতে পারে। Monsoon Update: অবশেষে বাংলায় ঢুকল বর্ষা! কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস কেরল ও কর্নাটকের ফাঁড়া অনেকটাই কেটে গিয়েছে। এখন মহারাষ্ট্রের উপকূলে তাণ্ডব চলছে ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে। ঝোড়া হাওয়ার জেরে উত্তাল হচ্ছে সমুদ্র উপকূল। ১৩ জুন অর্থাৎ মঙ্গলবার আরব সাগরের উপকূলে ১৫০ থেকে ১৭০ কিলোমিটার বেগে বইতে পারে। তা সর্বোচ্চ ১৮০ কিলোমিটার ছুঁতে পারে।

জুন ঘূর্ণিঝড় বিপর্যয় ভারতীয় উপকূলের আরো কাছে চলে আসবে বলে জানিয়েছেন আবহবিদরা। তার ফলে কেরল কর্নাটক ও মহারাষ্ট্র উপকূপলে ঘম্টায় ৫০ কিমি বেগে ঝড় বইবে। কচ্ছ ও সৌরাষ্ট্র উপকূলে ল্যান্ডফল করার সময়্ সর্বোচ্চ গতিবেগ ১৯৫ কিলোমিটার হতে পারে। ১৫ জুন তা গুজরাত উপকূল পেরোবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.