কলকাতা মেট্রোয় বিভ্রাট! রবিবার দুপুরে ময়দান এবং পার্ক স্ট্রিট স্টেশনের মধ্যে আপ লাইন থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান এক চালক। তার পরই দুপুর ৩টে ১৫ মিনিট থেকে মহাত্মা গান্ধী রোড (এমজি রোড) এবং টালিগঞ্জ স্টেশনের মধ্যে বন্ধ রাখা হয়েছিল পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চালু রাখা হয়। টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্তও মেট্রো পরিষেবা চালু রাখা হয়েছিল। পরে বিকেল ৫টা ৪৫ মিনিটে পরিষেবা স্বাভাবিক হয়। কলকাতা মেট্রো রেল সূত্রে এই খবর জানা গিয়েছে। রবিবার মেট্রোর একাংশ বন্ধ থাকায় সমস্যায় পড়েন যাত্রীরা।
মেট্রো লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য সম্প্রতি বেশ কয়েকটি শনিবার এবং রবিবার আংশিক ভাবে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হত। কিছু সময়ের জন্য দুর্ভোগে পড়তেন যাত্রীরা। শুক্রবার মেট্রো রেলের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, রক্ষণাবেক্ষণের কাজ প্রায় শেষের পথে। এর মধ্যেই এ বার মেট্রোয় বিপত্তি দেখা গেল।
গত বেশ কয়েক দিন ধরেই নির্ধারিত সময়ে মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছে না বলে ক্ষোভপ্রকাশ করেছিলেন যাত্রীদের একাংশ। দেরিতে মেট্রো চলার অভিযোগ জানিয়েছেন অনেক যাত্রীই। পাশাপাশি গত কয়েক দিনে শনি এবং রবিবার কয়েক ঘণ্টার জন্য মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ ছিল। তার জেরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।