বিজেপি ও তৃণমূলের সেটিং হয়েছে বলে সব সময় সরব থাকে বামেরা। এবার সেই সেটিং তত্ত্বের পাল্টা দিতে গিয়ে সুকান্তর দাবি, তৃণমূল সিপিএমের সাথে সেটিং করে হিন্দুদের ভোট কাটার কথা বলেছে।
বিজেপির রাজ্য সভাপতি বরাবরই তৃণমূল, সিপিএম ও কংগ্রেসের মধ্যে নিখুঁত বোঝাপড়া আছে বলে দাবি করেন। আবার উল্টো দিকে বামেরা দাবি করেন তৃণমূল ও বিজেপির মধ্যে সেটিং রয়েছে। এবার বামেদের খাড়া করা এই তত্ত্বের পাল্টা দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “সিপিএম এখন সেটিং সেটিং গল্প করবে কারণ আসল সেটিং সিপিএমের হয়েছে। আমাদের কাছে খবর আছে, সিপিএম অরবিন্দ কেজরিওয়ালের মাধ্যমে তৃণমূলের সঙ্গে সেটিং করেছে।” তাঁর দাবি, সিপিএমকে সভা করার জন্য ফান্ডিং করছে তৃণমূল। তৃণমূল তাদের বলেছে হিন্দু এলাকায় সভা করতে। এভাবেই সিপিএম হিন্দু এলাকায় সভা করবে এবং হিন্দু ভোট কাটবে। সুকান্ত মজুমদার বলেন, “এই এরকম প্ল্যানিং হয়েছে আরবিন্দ কেজরিওয়ালের মাধ্যম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাথে সিপিএমের।”
অন্যদিকে গরু পাচারের কান্ডের তদন্তের গতি বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর কথায়, একটা বিরাট র্যাকেট গোটা রাজ্য জুড়ে আছে। অনুব্রত মণ্ডল এবং তার ডালপালা শাখা-প্রশাখা এই পাচারের সাথে যুক্ত এবং তার মাথাও রয়েছে। সিবিআই সেখান পর্যন্ত পৌঁছাতে পারেনি। আমি মনে করি তদন্তের গতি আরো বাড়ানোর দরকার সিবিআইয়ের। যাতে মাথা পর্যন্ত তাড়াতাড়ি পৌঁছানো যায়।