বাঁকুড়া জেলার বড়জোড়া শিল্পতালুকে একের পর এক কারখানায় দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। গত ৩০মে বড়জোড়ায় একটি স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় ১৭জন শ্রমিক ফুটন্ত তরল লোহায় ঝলসে যায়।
ঐদিনই দুই শ্রমিকের মৃত্যু ঘটে। বাকি ১৫জন শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এর আগেও একই ভাবে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরেই কারখানায় শ্রমিকদের নিরাপত্তা, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন ওঠে। সরকারি উদাসীনতার অভিযোগ ওঠে, সমালোচনার মুখে পড়ে জেলা প্রশাসন। তারপরই নড়েচড়ে বসে জেলা প্রশাসন।
শিল্পাঞ্চলে সমস্ত কলকারখানায় নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ, দূষণ ইত্যাদি বিষয়গুলি খতিয়ে দেখতে একটি প্রশাসনিক দল তৈরী করা হয়। বড়জোড়ার শিল্পাঞ্চলে প্রায় পনেরটি স্পঞ্জ আয়রন কারখানা রয়েছে। আজ এই প্রশাসনিক দলটি কয়েকটি কারখানা পরিদর্শন করেন। আগামী দুই সপ্তাহ ধরে এই অভিযান চলবে বলে জেলা প্রশাসন সূত্রে জানাগেছে।