পুনর্নিয়োগের দাবিতে রায়গঞ্জে প্রাথমিক শিক্ষা সংসদের সামনে অবস্থান বিক্ষোভ চাকরি হারিয়ে পুনর্বহালের নির্দেশ পাওয়া শিক্ষকরা।
সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিকে চাকরিহারা ২৬৯ জনকে পুনরায় চাকরিতে বহালের নির্দেশ দিয়েছে বোর্ড। অন্যান্য জেলাতে বোর্ডের নির্দেশে শিক্ষকরা চাকরিতে যোগ দিলেও শুধুমাত্র উত্তর দিনাজপুরেই প্রশাসন তাদের পুনরায় নিযুক্ত করছে না বলে অভিযোগ। প্রশাসনের দুয়ারে ঘুরেও কোনো সুরাহা না মেলায় সোমবার রাত থেকে অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন তারা। অবিলম্বে পুনরায় নিযুক্ত না করা হলে তাদের এই বিক্ষোভ চলবে বলেই আন্দোলনকারীরা জানিয়েছেন।
নিয়োগ দুর্নীতি মামলা শুরু হতেই রাজ্যে প্রথম দফায় ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেয় কলকাতা উচ্চ আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে চাকরিহারারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এরপর সুপ্রিম কোর্ট তাদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন বলে দাবি। আর সেই মোতাবেক প্রাথমিক শিক্ষা বোর্ড প্রত্যেক জেলায় ডিপিএসসি ও প্রশাসনকে তাদের পুনরায় নিযুক্ত করার নির্দেশ দিয়ে চিঠি দেয়। তার ভিত্তিতে রাজ্যের অন্যান্ন জেলায় চাকরিতে ওই শিক্ষকদের পুনর্বহাল করলেও উত্তর দিনাজপুরের প্রায় ৩৭ জনকে এখনো নিযুক্ত করতে প্রশাসন টালবাহানা করছে বলে অভিযোগ। আর বেশ কয়েকদিন ধরে প্রশাসনের দুয়ারে গিয়েও নিয়োগ না পেয়ে অবশেষে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন বলে দাবি। খবর পেয়ে অনেক রাতেই ঘটনাস্থলে পৌঁছোয় কর্নজোড়া ফাঁড়ির পুলিশ। আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করলেও তাদের আশ্বস্ত করতে পারেনি প্রশাসন।
এদিকে মঙ্গলবার সকালেও তারা একইভাবে
ডিপিএসসি’র সামনে অবস্থানে বসে রয়েছেন।
যদিও এই বিষয়ে রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি জানিয়েছেন, বিষয়টি আলোচনার মধ্যে আছে। খুব তারাতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে।