আইপিএল ফাইনালের পর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের একটি ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার কেন্দ্রে চেন্নাই সুপার কিংসকে রুদ্ধশ্বাস জয় এনে দেওয়া নায়ক রবীন্দ্র জাডেজা।
সোমবার গভীর রাতে খেলা শেষ হওয়ার পর চেন্নাইয়ের ক্রিকেটারদের স্ত্রী, সন্তানরাও তাঁদের সঙ্গে উচ্ছ্বাসে সামিল হয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন জাডেজার স্ত্রী রিভাবা জাডেজা। তিনি গুজরাতের বিজেপি বিধায়কও। মাঠে সবার সামনেই জাডেজার পায়ে হাত দিয়ে প্রমাণ করেন রিভাবা। বিষয়টি নজর এড়ায়নি স্টেডিয়ামে উপস্থিত ক্রিকেটপ্রেমীদের। তাঁদের কয়েক জন ঘটনাটি ক্যামেরা বন্দি করেছেন। সেই ছবি, ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
মাঠে নামার পর রিভাবা হঠাৎ জাডেজার পাঁ ছুঁয়ে প্রমাণ করেন। সে সময় জাডেজার প্রতিক্রিয়া ছিল অত্যন্ত স্বাভাবিক। পরে বিধায়ক স্ত্রীকে জড়িয়ে ধরেন জাডেজা। কেউ রিভাবার এই আচরণের প্রশংসা করেছেন। তাঁদের বক্তব্য, স্বামীর সাফল্যকে এ ভাবেই কুর্নিশ জানাতে চেয়েছেন বিজেপি বিধায়ক। এটাই ভারতীয় সংস্কৃতি। অনেকে আবার সমালোচনাও করেছেন।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আইপিএলের ফাইনালের শেষ ২ বলে জয়ের জন্য ১০ রান দরকার ছিল চেন্নাই সুপার কিংসের। ছয় এবং চার মেরে চেন্নাইকে রুদ্ধশ্বাস ম্যাচ জিতিয়েছেন জাডেজা। এই নিয়ে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হল চেন্নাই। মুম্বই ইন্ডিয়ান্সের নজির স্পর্শ করল মহেন্দ্র সিংহ ধোনির দল।