জাতীয় স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মোকাবিলা করার জন্য কংগ্রেস বারাণসী আসনে প্রার্থী খুঁজে পাচ্ছে না। বারাণসী আসনে ৮ই মার্চ বিজেপির সংসদীয় বোর্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দ্বিতীয়বার প্রার্থী করার পরামর্শ দিয়েছে।
সমাজবাদী পার্টি আর বহুজন সমাজ পার্টির জোটে বারাণসী আসন সমাজবাদী পার্টির ভাগ্যে এসেছে। ২০১৪ সালে সমাজবাদী পার্টি ওই আসনে কৈলাশ চৌরাসিয়াকে প্রার্থী বানিয়েছিল। আর কংগ্রেসের টিকিটে প্রাক্তন বিধায়ক অজয় রায় লড়েছিলেন।
পাওয়া তথ্য অনুযায়ী অজয় রায় দ্বিতীয়বার ওই আসন থেকে লড়াই করার জন্য আবেদন করেছেন। আরেকদিকে মহত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠ এর পত্রকারিতা এবং জনসঞ্চার বিভাগের বিভাগ সভাপতি প্রফেসর অনিল কুমার উপাধ্যায় ওই আসনের প্রার্থীর দাবীদার রুপে উঠে এসেছেন। দাবিদারের সূচি নয়া দিল্লি কংগ্রেস হেড কোয়ার্টারে পাঠানো হয়েছে।
২০১৪ সালে অজয় রায় নরেন্দ্র মোদীর 581022 ভোটের বিরুদ্ধে ৭৫৬১৪ টি ভোট পান। বহুজন সমাজ পার্টির প্রার্থী ৬০৫৭৯, সমাজবাদী পার্টি ৪৫২৯১ টি ভোট পেয়েছিলেন। ওই আসনে দিল্লির মুখ্যমন্ত্রী অরিবিন্দ কেজরীবাল ২০৯২৩৮ টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। কেজরীবাল ছাড়া ওই আসনে সবার জমানত জব্দ হয়েছিল।
2019-03-17