রাঙামাটির সাজে আজ সেজে উঠছে কলকাতার রেড রোডের দুর্গাপুজোর মেগা কার্নিভাল। শারদআনন্দ শেষে মধুরেণ সমাপয়েৎ হিসাবে আজ কল্লোলিনী তিলোত্তমা সাজতে চলেছে বর্ণাঢ্য কার্নিভালে। আর সেই আয়োজন ঘিরে ইতিমধ্যেই কলকাতা জুড়ে কড়া নিরাপত্তা। তবে দুর্গাপুজোর আনন্দের শেষ লগ্নেও থেকে যাচ্ছে আবহাওয়া ঘিরে শঙ্কা। একনজরে দেখে নেওয়া যাক, আবহাওয়ার পূর্বাভাস থেকে কার্নিভাল ঘিরে কয়েকটি তথ্য।
আজ কলকাতার দুর্গাপুজোর মেগা কার্নিভালে অংশ নেবে ৭২ টি পুজো। তার আগে থেকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর। পুজোর কার্নিভালের বিশেষ নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশানার, অতিরিক্ত কমিশনার পদমর্যাদার পুলিশ কর্তারা।
এদিন বিকেল ৪ টে থেকে রেড রোড এ শুরু হবে কার্নিভাল। শেষ মুহূর্তের প্রস্তুতিতে গত কয়েকদিন ধরেই ব্যস্ত ছিলেন প্রশাসনিক কর্তারা। এদিনের কার্নিভালে অংশ নিতে চলেছে পুলিশের টর্নেডো টিম।
দুর্গাপুজোই শুধু নয়, কার্নিভালের আনন্দে ‘জল’ ঢালতে তৈরি আবহাওয়াও! আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। যার জন্য আগামী ২ দিন ধরে চলবে বৃষ্টি। বর্ষা ফেরৎ যাওয়ার সময় শেষ বেলার বৃষ্টি এভাবেই কলকাতাকে এদিন ভেজাতে পারে বলে আশঙ্কা।
প্লাস্টার অফ প্যারিসের ছোঁয়ায় এদিন রেড রোডের মঞ্চে গড়ে তোলা হয়েছে রাঙামাটির মঞ্চ। বাঁকুড়া-পুরুলিয়ার রাঙামাটির আদল তৈরি করা হয়েছে এবারের রেড রোডের মেগা পুজো কার্নিভালে।