আবার সার্জিক্যাল স্ট্রাইক করল ভারতীয় সেনা। বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযানের পর এবার ভারত মায়ানমার সীমান্তে একের পর এক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিল ভারতীয় সেনা।
মায়ানমার সেনার সঙ্গে যৌথ অভিযানে সীমান্ত লাগোয়া এলাকায় জঙ্গিদের দশটি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সূত্রের খবর চিনা মদতপুষ্ট কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি জঙ্গি সংগঠনের ওপর বেশ কিছুদিন ধরেই নজর রাখছিলো ভারত।
সীমান্তে ড্রোন পাঠিয়ে নজরদারি চালাচ্ছিল ভারত। গত ১৭ ফেব্রুয়ারি থেকে জঙ্গি দমন অভিযান অপারেশন শুরু হয়। অভিযান চালিয়ে জঙ্গিদের দশটি শিবির ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
গোয়েন্দা সূত্রে খবর মিজোরাম মায়ানমার সীমান্ত লাগোয়া এলাকায় ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা। এই অভিযানে কমপক্ষে ১০০০ জঙ্গীকে খতম করা হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রথম দফার অভিযান চালানো হয় মিজোরাম সীমান্তে।
আরাকান আর্মি নতুন করে গড়ে ওঠা এই জঙ্গী ঘাঁটি গুলি দ্বিতীয় দফার অভিযানে নাগা জঙ্গিগোষ্ঠী নেশনালিস্ট সোশালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড খাপলাং এর ঘাঁটি গুলি ধ্বংস করা হয়।