ঝড়-বৃষ্টির সঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি বাংলায়। আগামী মঙ্গলবার বাড়বে ঝড়বৃষ্টি। মঙ্গলবার থেকে নতুন করে স্পেল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির।
উত্তরবঙ্গ
মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে আগামী ২৪ ঘণ্টায় এবং তারপর মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার ঝড়বৃষ্টি বাড়তে পারে। হতে পারে ঝড় বা শিলাবৃষ্টি।
দক্ষিণে ঝড়বৃষ্টি
হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। আগামী দুই দিন সম্ভাবনা কমলেও এই জেলাগুলিতেই এক পসলা ঝড় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। মঙ্গল ও বুধবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।