সাপে কামড়ানো এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনায় ব্লক স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের ঘর ভাঙ্গচুর করা হয়। এমনকি কর্তব্যরত চিকিৎসককেও মারধর করে উত্তেজিত জনতা বলে অভিযোগ।
জানাগেছে, ইটাহার থানা এলাকার কাছে দক্ষিণ দিনাজপুর জেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা পিন্টু পালকে সাপে কাটা অবস্থায় বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ ইটাহার ব্লক স্বাস্থ্য দপ্তরে আনা হয়। ইটাহার ব্লক স্বাস্থ্য দপ্তরে থাকা চিকিৎসক সারফুল আলি। প্রাথমিক চিকিৎসা করে তৎক্ষনাৎ রোগীকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। রায়গঞ্জ হাসপাতালে ভোর রাতে মৃত্যু হয় পিন্টু পালের।
বৃহস্পতিবার সকাল হতেই মৃতের পরিবারের লোকজন ইটাহার ব্লক স্বাস্থ্য দপ্তরে এসে জরুরি বিভাগের ঘরে ভাঙ্গচুর করার পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক সারফুল আলিকে মারধর করে চলে যায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। খবর ছড়িয়ে পড়তেই ইটাহার শহরের সাধারণ মানুষ ও স্বাস্থ্য কর্মীরা ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ দেখান দোষীদের কঠোর শাস্তি দাবিতে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।