আরজি কর হাসপাতালের কাছে একটি কাগজের গুদামে আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায়। ঘটনাস্থলে গিয়েছে দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চলছে। এখনও পর্যন্ত সেখানে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বুধবার সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ আরজি কর হাসপাতালের কাছে শ্যামাচরণ মুখার্জি রোডের উপর ওই কাগজের গুদামে আগুন লেগে যায়। কাগজ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে দমকলের অনুমান।
সম্প্রতি শহরের নানা প্রান্তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় বিভিন্ন আবাসন দেকানপাটের অগ্নিনির্বাপণ ব্যবস্থার কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠছে। কিছু দিন আগেই রাজভবনের কাছে বিবাদী বাগ চত্বরের শরাফ হাউসের উপরের তলায় আগুন লেগে যায়। কম সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। দুপুর দেড়টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। বহুতলটিতে আগুন লাগা একটি অংশে দমকলকর্মীরা কিছুতেই পৌঁছতে পারেননি। পরের দিন জায়গাটিকে ঠান্ডা করার প্রক্রিয়া চলাকালীনই একটি অগ্নিদগ্ধ দেহ নজরে আসে দমকলকর্মীদের।