একটি দল ইতিমধ্যেই প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। কিন্তু অন্য দলের সামনে সুযোগ রয়েছে শেষ চারে জায়গা করে নেওয়ার। এক দিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। অন্য দিকে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। বুধবার মুখোমুখি দু’দল।
কয়েক দিন আগেই দিল্লির মাঠে মুখোমুখি হয়েছিল দু’দল। সেই ম্যাচে হারতে হয়েছিল দিল্লিকে। এ বার তাদের সামনে সুযোগ রয়েছে বদলা নেওয়ার। এই ম্যাচ জিতলেও পয়েন্ট তালিকায় অবশ্য তাদের বিশেষ কোনও লাভ নেই। কিন্তু পঞ্জাবকে হারাতে পারলে ধাওয়ানদের প্লে-অফের স্বপ্ন ধাক্কা খাবে।
এত দিন পঞ্জাব তাদের সব হোম ম্যাচ খেলেছে মোহালিতে। কিন্তু বুধবার তারা খেলবে ধর্মশালাতে। শেষ দুই ম্যাচ এই মাঠেই খেলতে হবে তাদের। সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হবে খেলা। রাতের খেলায় শিশিরের প্রভাব থাকে। তাই দু’দলের কাছেই টস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
দিল্লিকে হারাতে পারলে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট হবে পঞ্জাবের। বাকি থাকবে আর একটি ম্যাচ। অর্থাৎ, সর্বাধিক ১৬ পয়েন্ট হতে পারে ধাওয়ানদের। সে ক্ষেত্রেও সরাসরি প্লে-অফে উঠতে পারবেন না তাঁরা। তবে একটা সুযোগ থাকবে। বাকি দলগুলির ফলের উপর নির্ভর করতে হবে তাঁদের।
অন্য দিকে পঞ্জাবকে হারালে ১৩ ম্যাচে ১০ পয়েন্ট হবে দিল্লির। এখন পয়েন্ট তালিকায় সবার নীচে রয়েছে তারা। পঞ্জাবকে হারাতে পারলে সানরাইজার্স হায়দরাবাদকে টপকে নবম স্থানে উঠে আসবে দিল্লি।