টালা সেতু নিয়ে ব্রিজ বিশেষজ্ঞ ভি কে রায়না-র লিখিত রিপোর্ট জমা পড়ল নবান্নে। সূত্রের খবর, বুধবার সকালে এই রিপোর্ট জমা পড়েছে। টালা ব্রিজের (Tala Bridge) বেহাল দশার কথা মাথায় রেখেই দেবীপক্ষের শুরুতেই তালা ব্রিজ পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতো পঞ্চমীর দিনই টালা ব্রিজ পরিদর্শন করেছিলেন ভি কে রায়না (V K Raina)। পরিদর্শনের পর ওইদিনই তিনি মৌখিক একটি রিপোর্ট জমা দিয়েছিলেন পূর্ত দফতরে।
পুজো শেষ হতেই ভি কে রায়না তাঁর লিখিত রিপোর্ট জমা পড়ল রাজ্য প্রশাসনের সদর দফতরে। সূত্রের খবর, রায়নার রিপোর্টেও টালা ব্রিজের বর্তমান অবস্থা অতি বিপজ্জনক বলা হয়েছে। ব্রিজটি সম্পূর্ণরূপে ভেঙে আবার নতুন করে ব্রিজ তৈরির সুপারিশ রয়েছে রিপোর্টে। বুধবার নবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠকে রিপোর্ট নিয়ে আলোচনাও হয়েছে। ব্রিজ বিশেষজ্ঞ ভি কে রায়নার রিপোর্টের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে। ১২ অক্টোবর তালা ব্রিজ নিয়ে প্রশাসনের উচ্চ স্থানীয় বৈঠকে বসতে চলেছে। সেই বৈঠকে টালা ব্রিজের ভবিষ্যৎ নির্ধারণ করা হতে পারে।