দশমী কাটতেই আকাশের মুখ ভার! আবহাওয়া দফতর সূত্রে খবর, একটি উত্তর-দক্ষিণ অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে ওড়িষা পর্যন্ত রয়েছে। তার জন্য সকাল থেকে দুই ২৪ পরগনা, কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদীয়াতে বেশি বৃষ্টি হচ্ছে। এই অক্ষরেখা আগামীকাল অনেকটা বাংলাদেশের দিকে সরে যাবে। আগামীকাল বৃষ্টি হবে কিন্তু পরিমাণ কমবে।
শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে অনেকটাই বৃষ্টি কমে যাবে। বুধবার থেকে মৌসুমী বায়ু যে প্রভাব অনেকটাই কমে গেছে, দুই থেকে তিন দিনের মধ্যে বর্ষা পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে বঙ্গ থেকে। ১১ তারিখ দুর্গাপুজো কার্নিভালে সময় বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই। ৪৮ ঘণ্টা পর থেকে কলকাতার আকাশ মূলত পরিষ্কারই থাকবে দিনের তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি। রাতের তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে।
সূর্য সরকার।