রাজ্যের নির্বাচনী প্রস্তুতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার সুদিপ জৈন৷ শনিবার তিনি রাজ্যের জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসেন৷ এই বৈঠকে উপস্থিত থাকেন রাজ্যের পাঁচ কমিশনারেটের কমিশনাররা৷ তবে তার আগে তিনি নির্বাচন কমিশনের অফিসে যান৷ সেখানে একপ্রস্ত বৈঠক হয়।
আর তা শেষ হতেই তিনি ফের এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন। এই বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডি জি উপস্থিত রয়েছেন৷ উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকেরাও৷
সুত্রের খবর পুলিশের সঙ্গে হওয়া এই আলোচনায় কমিশনের পক্ষ থেকে পুলিশ কর্তাদের অতিরিক্ত সতর্ক থাকতে বলেন৷ ভোটের সময় অশান্তি এড়াতে ডেপুটি কমিশনার সুদিপ জৈন কড়া নির্দেশ দেন বলে জানা গিয়েছে৷ বৈঠকে ভোটের সময় কোন এলাকায় সব থেকে বেশি অশান্তি ছড়ানোর সম্ভাবনা রয়েছে সেই দিকে পুলিশ কর্তা এবং অন্য আধিকারিকদের নির্দেশ দেয় নির্বাচন কমিশন৷
কমিশন রাজ্যের পুলিশ কমিশনার, জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ কমিশনারদের সঙ্গে কথা বলেছেন৷ নির্বাচনের সময় যারা অশান্তি ছড়াতে পারে তাদের দ্রুততার সঙ্গে চিন্হিত করতে বলা হয়েছে৷ পুলিশ কর্তাদের নির্দেশ দেওয়া হয় এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে এমন অপরাধিদের অবিলম্বে চিন্হিত করার। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে৷ তাদের গ্রেফতার করা হয়েছে কি না তাও নির্বাচন কমিশনকে জানাতে বলে হয়েছে৷