শুভ বিজয়া দশমীতে পশ্চিম বঙ্গের গ্রাম থেকে শহর যখন উৎসব মুখরিত তখন জিয়াগঞ্জ- আজিমগঞ্জ পুরসভার ১৬ নং ওয়ার্ডের কানাইগঞ্জ লেবুবাগানে বিষাদের সুর, বিজয়া দশমীর দিনই নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী থাকল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ। গতকাল দুপুর ১১.৩০ -১২ টার মধ্যে বাড়ির ভিতর থেকে গোঁসাইগ্রাম সাহাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সহ তাঁর সন্তানসম্ভবা স্ত্রী ও ছেলে সহ মোট তিনজনকে নারকীয়ভাবে খুন করা অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। মৃত ওই স্কুল শিক্ষকের নাম বন্ধুপ্রকাশ পাল (৩৫), স্ত্রী বিউটি মণ্ডল পাল (৩০) ও তাঁদের বছর আটের ছেলে বন্ধুঅঙ্গন পাল।
বাড়ির বেডরুমে খাটের উপর দেহ মেলে বন্ধুপ্রকাশ বাবু ও মেঝেতে পড়েছিল তাঁদের ছেলে বন্ধুঅঙ্গনের দেহ।
পাশের আরেকটি ঘর থেকে শিক্ষক বন্ধুপ্রকাশ বাবুর স্ত্রী বিউটিদেবীর দেহ মেলে।
এলাকায় সদা মিষ্টভাষী আরএসএস স্বয়ংসেবক বলে পরিচিত গোঁসাইগ্রাম সাহাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বন্ধুপ্রকাশ পালের মৃত্যুর ঘটনার বীভৎসতায় স্তম্ভিত এলাকাবাসী।
জানিনা, বঙ্গে ঘটে যাওয়া আর পাঁচটা নৃশংস ঘটনার মতো এই খুনেরও আদৌ কিনারা হবে কিনা। প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করা হবে কিনা?
তাদের নাম এবং পরিচয় সামনে আসবে কিনা? নাকি যা হবে সব লোক দেখানো। সময় বলবে। আপাতত এই খবর প্রথম শ্রেনির দৈনিক সংবাদ পত্রের শিরোনামে আসার অপেক্ষায় থাকলাম।