জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজরাড়ির ৫১০ বছরের দুর্গাপুজোয় দশমীতে দিনের বেলাতেই যেন জনজোয়ার উপচে পড়েছে। জেলার দুরদুরান্ত থেকে প্রচুর মানুষ এই রাজপরিবারের দুর্গা প্রতিমা নিরঞ্জন দেখতে ভিড় করেছেন রাজবাড়ি প্রাঙ্গনে। সকাল থেকে শুরু হয়েছে সিঁদুর খেলা, নাচ-গানের মাধ্যমে মা-কে বিদায় জানানো।
রাজপরিবারের নিজস্ব পুকুরে মা দুর্গার বিসর্জন হয়। এই বিসর্জন অনুষ্ঠানের সময় রাজ পরিবারের কেউ উপস্থিত থাকেন না। এইটাই রাজবাড়ির রীতি। এই বিদায় পর্বে এখানে যেন উৎসবের চেহারা নিয়েছে। হাজার হাজার মানুষ বিসর্জন দেখতে ভিড় জমিয়েছেন রাজবাড়ি প্রাঙ্গণে। অন্যদিকে একটি স্বেচ্ছাসেবি সংস্থা জলপাইগুড়ি প্রগতি ব্যায়ামগার দুর্গা পুজা কমিটির পক্ষ থেকে সিঁদুর খেলাকে কেন্দ্র করে এক অভিনব উদ্যোগ নিয়েছে। যৌন কর্মী, এলাকার বিধবা মহিলা ও তৃতীয় লিঙ্গের মহিলাদের সঙ্গে নিয়ে এক অভিনব সিঁদুর খেলার আয়োজন করেছে।
জলপাইগুড়ি সমাজপাড়া মোড় থেকে সমস্ত পর্যায়ের মহিলাদের নিয়ে একটি শোভাযাত্রা বের করে। এরপর দুর্গা মণ্ডপে যায়। সেখানে সমস্ত মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন।