কালিয়াগঞ্জ কাণ্ড নিয়ে জনস্বার্থ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দিয়েছে। হাইকোর্টের তত্ত্বাবধানে তিনজন প্রাক্তন আইপিএস পদমর্যাদার অফিসারের দ্বারা গঠিত এই তদন্তকারী দল বা সিট ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে। আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা এলাকায় কিছুদিন আগে বিজেপির বুথ সভাপতি বিজয় ভুঁইঞার মৃত্যুর ঘটনার পর তার পরিবার নিরাপত্তার অভাব বোধ করে। ফলে কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় ভুঁইঞা পরিবারের জন্য। সেই প্রসঙ্গে দিলীপবাবু বলেন, যেখানে রাজ্য সরকার সুরক্ষা দিতে পারছে না, সেখানে কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিতে হচ্ছে।