রানীবাঁধের শুশনিগড়িয়া গ্ৰামে ঘটে যাওয়া খুনের ঘটনায় সাত অভিযুক্তকে গ্ৰেপ্তার করেছে পুলিশ।ধৃতদের আদালতে পেশ করা হবে বলে জানান পুলিশ সুপার বৈভব তেওয়ারি। আজ এক সাংবাদিক সম্মেলনে এই ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার জানান, গত ৬ তারিখে রানীবাঁধ থানায় খবর আসে শুশনিগড়িয়ার কাছে এক জঙ্গলে এক ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুলিশ তদন্ত শুরু করে।
জানা যায়, মৃত ব্যক্তি শুশনিগড়িয়ার বাসিন্দা গণেশ মুদির। জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা বলে তদন্তে জানা যায়। উক্ত প্রায় আট বিঘা জমি গণেশ মুদির পিতার। গণেশ মুদির আরও দুই ভাই কর্মসূত্রে বাইরে থাকে। ওই জমি গণেশ মুদি উত্তরাধিকার সূত্রে নিজেদের নামে করার উদ্যোগ নিতে শুরু করার পরই অভিযুক্তদের সাথে বিবাদ বা়ধে। এনিয়ে অভিযুক্তরা নিহত ব্যক্তিকে হুমকি দিলেও সে স্থানীয় থানায় কিছু জানায়নি।
ঘটনার দিন রাতে অভিযুক্তরা গণেশকে ডেকে নিয়ে যায় জঙ্গলে। সেখানে তারা রড দিয়ে তাকে মারধর করে, মাথায় প্রচণ্ড রকম আঘাত করে। যার ফলে তার মৃত্যু ঘটে। পুলিশি তদন্তে নেমে পুরো ঘটনা উদ্ঘাটিত হয়।এই ঘটনায় এক নাবালক সহ অরবিন্দ মুদি, কুশ মুদি, বিকাশ মুদি, আদিত্য মুদি, ধীরেন মুদি, দাশু মুদিকে গ্ৰেপ্তার করে।খুনের ঘটনার ব্যবহৃত লোহার রড উদ্ধার হয়েছে বলে জানান পুলিশ সুপার।