রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক শ্রী মোহন ভাগবত আজ নাগপুরে বিজয়াদশমী উপলক্ষে স্বয়ংসেবকদের উদ্দেশ্যে দেওয়া ভাষনটিতে জাতীয় গুরুত্বপূর্ণ নানা দিকের উপর আলোকপাত করে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
বিএমএস (ভারতীয় মজদুর সংঘ) এবং এসজেএম (স্বদেশী জাগরণ মঞ্চ) সহ একাধিক জাতীয়তাবাদী সংস্থার প্রতিষ্ঠাতা দত্তোপান্ত থেঙ্গাদীর কথা স্মরণ করে তাঁর জন্মশতবর্ষে শ্রী মোহন ভাগবত বলেন,”বিভিন্ন সমস্যার সমাধান করার সময় পরিস্থিতির চাপে স্বদেশ চেতনা ভুলে গেলে তা আখেরে আমাদেরই ক্ষতির কারণ হবে।” দত্তোপান্ত থেঙ্গাদী স্বাদেশিকতাকে প্রাত্যাহিক জীবনে দেশপ্রেমের প্রকাশ বলে মনে করতেন।”
আচার্য বিনোবা ভাবে স্বাদেশিকতাকে স্বনির্ভরতা এবং অহিংসা হিসাবে বর্ণনা করেছিলেন। যেকোন মাপকাঠিতেই ‚ যারা নিজে স্বাবলম্বী হতে পেরেছে এবং দেশকে সুরক্ষিত রাখার জন্যে কর্মসংস্থানের যোগান দিতে পেরেছে ‚ তারাই কেবল আন্তর্জাতিক বানিজ্যিক সম্পর্ক তৈরী করতে ও তাকে আরো প্রসারিত করতে পারে। এবং সমগ্র মানব সমাজের জন্যে একটি সুরক্ষিত ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ উপহার দিতে পারে।
সরসঙ্ঘচালক বলেছিলেন ‚”আমাদের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে যদি আমাদের কোনো জটিল পথ বেছে নিতেই হয় ‚ তবে আমাদের নিজেদের শক্তি সামর্থ্যের উপর ভিত্তি করে গন্তব্য ও দিকনির্দেশনা বেছে নেওয়ার মাধ্যমে আমাদের বাধ্যবাধকতাগুলিকে একেবারে কাটিয়ে উঠতে হবে।”
“পরিবেশ বান্ধব প্রযুক্তি ও অর্থনীতির প্রতি আহ্বান জানিয়ে শ্রী মোহন ভাগবত বলেছেন যে পরিবেশের যাতে ক্ষতি না হয় এমন সবথেকে কম শক্তি খরচ করে আমাদের আরও কর্মসংস্থান তৈরির পদক্ষেপ নিতে হবে।”
তিনি আরও বলেন ‚”আমাদের আর্থিক ব্যবস্থায় অন্যান্য তাৎক্ষণিক সংকট এবং বিশ্ব অর্থনীতির উত্থান-পতনের প্রভাব কমানোর জন্যে আমাদের অর্থনীতির মূল বিষয় গুলিতে যেতে হবে এবং এই বিষয়ে আরও ভাবনাচিন্তা করতে হবে। আমাদের প্রয়োজনীয়তা ‚ পারিপার্শ্বিক অবস্থা এবং আমাদের জনগণ ও সম্পদের পরিপ্রেক্ষিতে ‚ আমাদের জাতীয় আকাঙ্খাগুলি উপলব্ধি করে নিজস্ব অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি নেওয়া উচিৎ! বর্তমান বিশ্ব অর্থনৈতিক চিন্তাধারা অনেক প্রশ্নের উত্তর দিতে অক্ষম। এটি বিভিন্ন দিক থেকে অসম্পূর্ণও বটে। বিশ্বের বিভিন্ন অর্থনীতিবিদ এই মত পোষন করেছেন। এই পরিপ্রেক্ষিতে আমাদের নিজস্ব অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ‚ নীতি ও ব্যবস্থা গঠনের উদ্যোগ নিতে হবে। যা আমাদের মধ্যে পরিবেশের ক্ষতি না করে ‚ন্যূনতম শক্তি ব্যবহারের সাথে সাথে আরও বেশি বেশি করে কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম করে তুলবে , আমাদের প্রতিটি ক্ষেত্রে স্বনির্ভর করে তুলবে এবং আমাদের নিজস্ব শক্তি ও শর্তাবলীর ভিত্তিতে বিশ্বের সাথে বানিজ্যিক সম্পর্ক গঠন করে তাকে প্রসারিত করবে।”
Trade interdependence with other countries on the basis of our strength and terms is Swadeshi: Sarsanghchalak Shri Mohan Bhagwat
Rashtriya Swayamsevak Sangh Sarsanghchalak Shri Mohan Bhagwat addressed the Swayasemsevaks on the occasion of Vijayadasami at Nagpur today. The speech covered several topics, focussing on the issues of national importance.
Remembering Dattopant Thengadi, the founder of several nationalist organisations including BMS (Bharatiya Mazdoor Sangh) and SJM (Swadeshi Jagran Manch), in his birth centenary year, Shri Mohan Bhagwat said, “Forgetting the Swadeshi consciousness, while seeking answers to the pressures of the situation, will also lead to loss.
Dattopant Thengadi considered ‘Swadeshi’ as an expression of patriotism in day-to-day life.” Acharya Vinoba Bhave described Swadeshi as self-reliance (Swaavalamban) and non-violence (Ahimsa). As per any yardstick, those who have got the capacity to be self-reliant and provide employment for all in the country, keeping themselves secured, can only build and expand the international trade relations and offer a secure and healthy future for the entire humanity. Considering our economic scenario, even if we have to choose any circuitous route, we must overcome the compulsions once and for all by setting a destination and direction based on our own strength, the Sarsanghchalak said.
Calling for a green technology and economy, Shri Mohan Bhagwat said that we have to take steps to create more employment with least consumption of energy that is beneficial for the environment. “To minimise the impact of other immediate crises and the ups and downs of the world economy on our financial system, we need to go to the basics and ponder. We have to formulate our own economic vision keeping in mind our requirements, profile and condition of our people and our resources and potential to realise our national aspirations. The prevailing world economic thought is unable to answer many questions. Its standards are also incomplete in many ways; this fact has come before several economists of the world. In that situation, we have to take steps to formulate our own economic vision, policy and system that instil in us capacity to create more and more employment with least consumption of energy that is beneficial for the environment, make us self-reliant in every respect, and create and expand trade relations with the world on the basis of our strength and terms,” he added.