আজ মেদিনীপুর রেডক্রস সোসাইটির প্রাঙ্গনে বিশ্ব রেডক্রস দিবস ও জাতীয় থ্যালাসেমিয়া দিবস পালিত হয়। এই উপলক্ষে সোসাইটির পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয় এবং নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পদযাত্রাটি মেদিনীপুর শহরের রিং রোড পরিক্রমা করে।
সভার শুরুতে রেডক্রসের পতাকা উত্তোলন করেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক তথা রেডক্রসের চেয়ারম্যান খুরশীদ আলী কাদরী। অনুষ্ঠানের সমাপ্তিতে রেডক্রসে আগত টিকা নিতে আসা ছোট শিশুদের মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক বক্তাই থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতার বার্তা দেন। বিয়ের আগে কোষ্ঠী বিচার না করে রক্ত পরীক্ষা করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা ভাইস চেয়ারম্যান রেডক্রস সোসাইটির ডাক্তার সৌম্য শঙ্কর ষড়ঙ্গী, অতিরিক্ত জেলাশাসক (ডেভেলপমেন্ট) কেম্পা হোন্নাইয়া, রেডক্রসের সম্পাদক ডাক্তার গোলোক বিহারী মাজি সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগণ। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অসিত বন্দ্যোপাধ্যায়।