ঠাসা কর্মসূচি নিয়ে ভারত- বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

 রাজ্যে আসছেন অমিত শাহ। শুধু কলকাতার অনুষ্ঠানে যোগ দেওয়াই নয়, তিনি যাবেন পেট্রাপোল বন্দরেও। মঙ্গলবার ভারত- বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে একাধিক শিলান্যাস কর্মসূচি ও উদ্বোধন অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা৷ সকাল থেকে পেট্রাপোল সীমান্ত সেজে উঠছে। কড়া নিরাপত্তার দিকে নজর দিয়েছে বিএসএফ।

বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১২ টায় কপ্টারে কালিয়ানী বিএসএফ ক্যাম্পে এসে নামবেন অমিত শাহ৷ তারপরে সড়কপথে বনগাঁ হয়ে আসবেন পেট্রাপোল বন্দরে। বন্দর ঘুরে দেখার পাশাপাশি পেট্রাপোল থানার নতুন ভবনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ এতদিন পেট্রাপোল থানা ছিল ল্যান্ড পোর্ট অথরিটি কর্তৃপক্ষের একটি ভবনে। থানার জন্য এবার পেট্রাপোল বন্দরের যশোর রোডের পাশে নতুন করে ভবন তৈরি করা হয়েছে।

বিধায়ক স্বপন মজুমদার জানিয়েছেন, ভবনটি তৈরি করে দিয়েছে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এছাড়াও পেট্রাপোল বন্দরের দ্বিতীয় কার্গো গেট তৈরির জন্য শিলান্যাস করবেন। পেট্রাপোল বন্দরে পণ্য আমদানি রপ্তানির জন্য একটি মাত্র গেট রয়েছে৷ ওই গেটের পাশে আরও একটি নতুন গেট তৈরির পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই মূল ফটক তৈরির শিলান্যাস করবেন শাহ।

ব্যবসায়ী কার্ত্তিক চক্রবর্তী জানিয়েছেন, একটি মাত্র গেট থাকায় মাঝেমধ্যেই আমদানি-রপ্তানির পণ্য নিয়ে দীর্ঘ সময় ট্রাকগুলিকে দাঁড়িয়ে থাকতে হয়৷ নতুন গেট তৈরি হলে আমদানি-রপ্তানিতে গতি আসবে। রপ্তানির পরিমাণ বাড়বে। কার্গো গেটের উদ্বোধন শেষে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখানে তার ভাষণ দেওয়ার কথা। দুপুর দু’টো নাগাদ তিনি পেট্রাপোল বন্দর ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.